১. এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, “তুই তো পড়াশোনায় এত ভালো! রেজাল্টে সবসময় প্রথম হোস। আমি কী করি বল?” দ্বিতীয় বন্ধু: “তোর যদি ভালো রেজাল্ট চাই, তাহলে প্রথমে পড়া বন্ধ কর।”
২. শিক্ষক: “বল তো, মাছ কি করে?” ছাত্র: “মাছের কোনো কাজ নেই স্যার, তারা শুধু পানিতে ভাসে।”
৩. স্ত্রী: “তুমি আজকে বাজারে গিয়ে পেঁয়াজ আনতে ভুলে গেছো কেন?” স্বামী: “আমি তো তোমাকে ভুলতে পারিনি, পেঁয়াজ কীভাবে ভুলবো!”
৪. চিকিৎসক: “আপনি রাতে ঠিক মতো ঘুমান?” রোগী: “হ্যাঁ স্যার, রাত ৯টা থেকে সকাল ৭টা পর্যন্ত ঘুমাই। তবে মাঝে মাঝে অফিসে কাজ করি।”
৫. বাবা: “এই মোবাইলটা কেন বন্ধ রেখেছিস?” ছেলে: “বাবা, মোবাইলেরও তো একটু বিশ্রাম দরকার!”
robiul0989
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?
Shahin
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?
Jowel Hasan
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?
Shakil Khan
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?