আন্তরিক ইচ্ছা থাকলে মানুষ শত অধমে মধ্যে থেকেও নিজে উত্তম হতে পারে। কারণ প্রকৃত উত্তমের বিবেক কখনোই দুর্বল নয় উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে তাতে অধমের ওই তার দিকে প্রভাবিত হবার কথা উল্টোটা যাবে এমন নয়। কেন হীন বা নিজ ব্যক্তির ক্ষতিকর কাজ করলেও তার প্রতিবিধান ইন কাজ দিয়ে করতে নেই। উত্তম ব্যবহার ও ক্ষমার আদর্শ স্থাপন করে তার প্রতিবিধান করা উচিত মনে রাখতে হবে জগতের সকল ভাল জিনিস ও কাজের আধার হলো উত্তম কর্ম। উত্তম করবো ও আদর্শই প্রকৃত জীবন। অধম নরক, অধম নিষ্ক্রিয়, দুর্গন্ধ যুক্ত ও সম্পূর্ণ রূপে বর্জনীয়। মানুষের সাধনা হওয়া উচিত উত্তম হওয়ার সাধনা। উত্তম হাওয়াই মনুষ্যত্বের পরিচয়ক।
Easmin
Xóa nhận xét
Bạn có chắc chắn muốn xóa nhận xét này không?