মা ছাড়া কেউ কোনও দিন কয়নাই - কী খাবি? কী রানবো?
মায়েরা যে কয় - আমি মইরা গ্যালে কেউ চাইর আনার দামও দেবেনা,
এইটা মনে হয় সত্যিই কয়। ভাইবা দেখলাম সারা দুনিয়ায় রাগ দেখানোর জায়গাও ওই একটাই। মা।
টাকা লাগবে? মা রে ফোন। জুতা ছিড়ে গেছে? মা রে ফোন। মন খারাপ? মা রে ফোন। মেজাজ খারাপ? মা রে ফোন। চশমা হারায় গেছে? মা রে ফোন। আমার মাঝে মাঝে মনে হয় উপরওয়ালা তো স্বরূপে দুনিয়ায় বিরাজ করেনা, তাই আমার জগতে তার হয়ে আমার মা রে পাঠাইছে।
যখনই মায়ের মুখের দিকে তাকাই, বুঝতে পারি 'মানুষটা অনেক বেশি deserve করে'! কিন্তু আমি কিছুই দিতে পারি নাই তোমায় ''মা"।
JHuma771
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?
Kader 11
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?