জীবনের সবচেয়ে নড়বড়ে সিচুয়েশন হচ্ছে যখন আপনি ফিল করবেন আপনি আসলে Unwanted piece. ধরেন, আপনি এখন যে পরিস্থিতিতে আছেন, আপনার বাপ মায়ের ভাষ্যমতে আপনার আরো ভালো জায়গায় থাকার কথা! আপনি নিজেও ফিল করেন যে আপনার বাপ-মা আরো ভালো চাইল্ড ডিজার্ভ করে।
অথবা ধরেন, আপনার ফ্রেন্ড-সার্কেল, আপনিই থাকলে তারা ইনজয় করে ঠিকই অথচ আপনি তাদের মেন্ডেটরি কোন পারর্সন না। আপনাকে ছাড়াও ট্যুর, আড্ডা সবই হয় এবং সেগুলো যথেষ্ট আনন্দদায়ক হয়।
একইভাবে, আপনার লাইফে এমন কেউ নেই যার কাছে আপনি তার ফাস্ট প্রায়োরিটি। "You are just an option". কেমন যেনো না থাকলেও চলে, এমন একটা ব্যাপার থেকে যায় সব সময়! দিনশেষ যখন এগুলো মনে হয় নিজেরে লাইফলেস মনে হয়।
মনে হয়, i am the most unwanted piece of the whole Universe. Yes, i am!! Huh!😓
JHuma771
Tanggalin ang Komento
Sigurado ka bang gusto mong tanggalin ang komentong ito?