বাংলাদেশের প্রকৃতি অত্যন্ত মনোরম এবং বৈচিত্র্যময়। এখানে আছে নদী, পাহাড়, সমতলভূমি, এবং অসংখ্য সবুজ বনাঞ্চল। পদ্মা, মেঘনা, যমুনা প্রভৃতি নদীর বিশালতা দেশের সৌন্দর্য বাড়িয়ে তোলে। দেশের গ্রামাঞ্চলে সবুজ ধানের ক্ষেত এবং বিভিন্ন ফলের বাগান দেখা যায়। শীতকালে কুয়াশার চাদরে মোড়া সকাল এবং বর্ষাকালে প্রবল বৃষ্টিতে সিক্ত প্রকৃতি অপূর্ব দৃশ্য সৃষ্টি করে। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন যা রয়েল বেঙ্গল টাইগারের আবাসস্থল। বাংলাদেশের নদী-নালা এবং সবুজের সমাহার দেশটিকে প্রকৃতির অনন্য দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে। | ## বাংলাদেশের প্রকৃতি
JHuma771
Slet kommentar
Er du sikker på, at du vil slette denne kommentar?