একবার মন থেকে উঠে গেলে, সেই মানুষের কোনো স্মৃতিই ডিলিট করার প্রয়োজন হয় না। তার ছবি, তার মেসেজ, তার ফোন নম্বার, তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আর যাবতীয় যা যা আছে - কোনোকিছুই ডিলিট করার প্রয়োজন হয় না।
তার হে.'রে যাওয়া দেখলেও কষ্ট হয় না, তার সফলতা দেখলেও আফসোস হয় না।
ডিলিট করার প্রয়োজন তখনই হয় যখন আমরা তাকে জোর করে ভুলতে চাই; মন থেকে স-রিয়ে দিতে চাই।
কিছু মানুষ তার কর্মের ফলেই আমাদের মন থেকে উঠে যায়। তার জন্য আলাদা করে কোনোকিছুই ভাবতে হয় না। একবার মন থেকে উঠে গেলো, মানে চিরতরেই গেলো। There's no coming back!
JHuma771
コメントを削除
このコメントを削除してもよろしいですか?