- ফ্রেন্ডলিস্টের এক মেয়ে সবসময় পোস্ট দিয়ে বেড়াতো - রান্না করা কাজের মেয়েদেরর কাজ।আমি কেন রান্না শিখব.?
ওই মেয়েটাও দেখি এখন নানান পদের খাবার রান্না করে ফেসবুকে পোস্ট দেয়। শুনেছি যৌথ পরিবারে বিয়ে হয়েছে। গোটা পরিবারের রান্নার দায়িত্ব এখন তার হাতেই।
- পাশের ফ্ল্যাটের এক বড় ভাইকে দেখতাম কফিশপ ছাড়া কখনো কফি খান না। বেশ কিছুদিন হলো ওনাকেও দেখছি টংয়ের দোকানে বসে আড্ডা দিয়ে চা খেতে।
শুনেছি ব্যবসায় মোটা অঙ্কের লস খেয়েছেন।কফিশপ থেকে ডিরেক্ট টং আসতে ওনিও দ্বিধাবোধ করেন নি।
- সবসময় ব্র্যান্ডের দামী দামী কাপড় পড়া আন্টির মেয়েকে সেদিন দেখি ফুটপাত থেকে যত্ন করে কাপড় কিনছে। আমাকে দেখে একটু লজ্জাই পেল! লক্ষ্য করলাম -
তার শাড়ির আচলের খানিকটা অংশে সেলাই ছুটে গেছে। শাড়ির আচলটা টেনে একটা মুচকি হাসি দিল সে। এসব যেন তার কাছে মামুলি ব্যাপার এখন।
- সবসময় বাবার টাকায় বাইক নিয়ে ঘুরে বেড়ানো ছোট ভাইটাকে এখন আর আড্ডাতে পাই না।শুনেছি কিছুদিন আগে বাবা হয়েছে।
এর মধ্যে নাকি নতুন একটা চাকরিও জুটিয়ে নিয়েছে। ঐদিন দেখি অফিস শেষ করে একটা টিউশনও করাচ্ছে কিছুটা বাড়তি ইনকামের আশায়।
- মেজো জেঠার ছোট মেয়ে অ্যানি, কখনো বাসার কোন কাজই করতো না।পানিটুকু পর্যন্ত তাকে খাইয়ে দেয়া হতো।এই মেয়ে কোনদিন সংসারী হতে পারবে না বলে জেঠো সবসময় বকাঝকা করত।
এইতো কিছুদিন আগে পালিয়ে বিয়ে করেছে মেয়েটা। কিছু বাড়তি আয়ের আশায় নাকি সেলাই মেশিনও কিনেছে সেদিন।সংসারের সব কাজ সামলে সেলাই করে প্রতিদিন। সেই মেয়েটাও এখন সংসারী হয়েছে।
- টাকা নিয়ে সবসময় বড়াই করা আঙ্কেলটাকে এখন আর টাকার দাপটে কাউকে গালি দিয়ে কথা বলতে দেখি না।
শুনেছি ওনার বড় ছেলের মামলা লড়তে গিয়ে ডিপোজিটের প্রায় অর্ধেক টাকা শেষ করে ফেলেছেন। ইদানীং দেখছি সবার সাথেই হাসি হাসি মুখ নিয়েই কথা বলছেন।
- কলেজের জুনিয়র এক ছেলে সম্পর্কে বিচ্ছেদ হয়ে যাওয়ায় একসাথে পাঁচটা ঘুমের ঔষধ খেয়ে মারা যেতে চেয়েছিল। সবাইকে তখন বলে বেড়াত বেঁচে থেকে কি করব.?
সেই ছেলে আজকে স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে যাচ্ছে। যাওয়ার আগে বলে গেল - ভাই দোয়া করবেন যেন অনেকদিন বাঁচতে পারি।বেঁচে থাকার মানেটা এখন তার কাছেও ভিন্ন।
- সবসময় সিএনজি, অটোতে চড়ে বেড়ানো শেফালি বুবুর ছোট মেয়েটা, ভুল ইংরেজি বলায় ক্লাসে একবার অপমানিত হয়েছিল যে;
সে ও দেখি গতকাল লন্ডনে প্রাইভেট কারে বসে ছবি পোস্ট করেছে। ইংরেজিতেও বেশ পটু এখন সে। দেখলে কে বলবে অজপাড়াগাঁয়ের সেই ছোট্ট মেয়েটা এটা?
-----------
আসলে জীবনে মেনে নেয়া কিংবা মানিয়ে নেয়াটাই সব। পরিস্থিতির শিকার হয়ে অঘোষিত অনেক কিছুই মেনে নিতে হবে আপনাকে।
তাই আপোষ না করে সময়ের সাথে সাথে আপনি যত বেশি মানিয়ে নিতে পারবেন, তত বেশি সুখী হবেন। কারণ ধুলোবালি জমা এই শহরে মানিয়ে নেয়ার নামই জীবন😊😊
Sadia Akter
supprimer les commentaires
Etes-vous sûr que vous voulez supprimer ce commentaire ?