নেমে গেল এটি দেখার পর উপস্থিত সকল যাত্রীরা অবাক হয়ে যায় কারণ সেই পাগলটা পানির উপর দিক দিয়ে দাঁড়িয়ে ছিল এবং পানির উপর দাঁড়িয়ে নামাজ আদায় করতে ছিল এরপর নামাজ শেষ করে তিনি যাত্রীদের দিকে তাকালেন যাত্রীরা এটি দেখার পর বুঝতে পারলেন নিশ্চয়ই তিনি আল্লাহ তায়ালার বজুগ ও মানুষ তখন সবাই চিৎকার করে বলল হুজুর আমাদের জন্য আপনি দোয়া করুন তখন তিনি বলেন তোমরা দুনিয়ার সকল লোভ লালসা এবং মায়া ত্যাগ করে দিয়ে বিসমিল্লাহ বলে নৌকা থেকে নেমে আমার কাছে চলে এসো তখন সকল যাত্রীরা বললেন হুজুর আমরা এই পানির উপর দিয়ে কিভাবে যাব তখন তিনি রেগে গিয়ে বললেন তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি এখানে চলে এসো তখন সকল যাত্রীরা ভাবলো এমনিতে তো আমাদের মরতে হবে পানিতে নৌকা যেহেতু ডুবে যাচ্ছে তাহলে আর দেরি করে লাভ কি তার চেয়ে দেখি তার কথা শুনে কি হয় এটি ভাবার পর তারা সকলেই পানিতে নেমে পড়ল কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তারা ভাবছিল তারা হয়তো মাটির উপরেই দাঁড়িয়ে আছে সেখানে সকল যাত্রীরা হেঁটে হেঁটে তার কাছে চলে গেল এরপর সঙ্গে সঙ্গে সেই নৌকাটি মালামালসহ পানির মধ্যে তলিয়ে গেল তখন সেই বুজুক ব্যাক্তিটি তাদেরকে বলল তোমরা দুনিয়ার সকল লোভ-লালসা ছেড়ে দিয়েছো বলেই আজ এই যাত্রায় বেঁচে গেলে আর যদি তোমরা লফস করতে তাহলে সে সকল মালামালের সাথে তোমরাও পানিতে তলিয়ে যেতে অতঃপর তারা সকলেই হেটে হেটে নদীর কিনারায় গিয়ে পৌঁছলেন তখন সেখানে উপস্থিত সকল যাত্রীরা সেই বোঝোও ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন হুজুর দয়া করে যদি আপনার পরিচয় দিতেন তাহলে আমরা সবাই খুশি হতাম তখন সে বোঝো ব্যক্তি তাদেরকে বলেন আমার নাম ওয়াশ করে নিন ইয়ামিন প্রদেশের করুন নামক গ্রামের বাসিন্দা আমি এ কথা শোনার পর তখন যাত্রীরা বলল হুজুর মদিনায় খাদ্য দেখা দিয়েছে তাই গরিবদের জন্য