খুব ছোট ছোট ব্যাপারে মন খারাপ হয়ে যাওয়া টা বোধহয় 'বিরক্তিকর' একটা ব্যাপার। অন্যদের কাছে যেটা মন খারাপ করার মতো কোন ব্যাপার ই না,সেটাতেই মন খারাপ হয়ে যায় সবচেয়ে বেশি। সমস্যা হচ্ছে এই 'সমস্যা' অন্যদের কাছে কোন 'সমস্যা' ই না! প্রিয় মানুষের উপর মন খারাপ করলে মানুষ অভিমানী হয়ে যায়। অভিমান থেকেই মন খারাপ টা আরো বেশি বেড়ে যায়।
ছোট ব্যাপারে যাদের মন খারাপ হয়ে যায়,তারা এই মন খারাপ এর ব্যাপার গুলা মাথায় রাখে খুব ভালো করেই। সব ভুলে গেলেও এইসব জিনিস তারা ভুলে না। নিজেরাই দীর্ঘনিঃশ্বাস ফেলে আবার নিজেরাই প্রতিজ্ঞা করে 'এইভাবে আর মন খারাপ করবেনা!
কিন্তু মন কি আর কথা শুনে? বেয়াড়া মন তার ইচ্ছে মতোই চলতে থাকে! আবার সেই ছোটখাটো ব্যাপারেই মন খারাপ হয়ে যায়,এই অভ্যাস বদলায় না!
Mass moon Islam
Slet kommentar
Er du sikker på, at du vil slette denne kommentar?