সামান্য কটু কথাতেই মনখারাপ হয়ে যায়, কান্না চলে আসে? আবার একটু কেউ ভালোভাবে হেসে কথা বললেই গলে যান! ভালো ব্যবহার পেলে তার জন্য জান হাজির করে দেন! খতিয়ে দেখেন না, পেছনে থাকলেও থাকতে পারে জটিল অঙ্ক! পরে সেই সমীকরণ বুঝতে পারলে নিজের ওপর ধিক্কার আসে! ভাবেন, 'আমি কি বোকা!!'
আপনি যদি অতিরিক্ত আবেগপ্রবণ হন অর্থাৎ কোমল হৃদয়ের হন তাতে একেবারেই লজ্জিত হবেন না! এটা কোনো দোষ নয়, একটা বিরাট বড়গুণ! আবেগ নিঃসংকোচে প্রকাশ করতে পারাটাও একটা শক্তি! একটা ক্ষমতা, যা সবার থাকেনা। তাই গর্বের সঙ্গে আবেগ প্রকাশ করুন এবং স্বতঃস্ফূর্তভাবে এই উদার হৃদয় নিয়েই বাঁচুন!❣️
“কোমল হৃদয়ের মানুষগুলির জন্য জাহান্নাম হারাম।” -
Evne Adil Siam
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?
Mass moon Islam
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?