পৃথিবীর সবচেয়ে চুপচাপ সুন্দরতম ঋতু এসে গেছে। এ ঋতুর নাম - হেমন্ত। আজ কার্তিকের দ্বিতীয় দিন। হেমন্তের বিকেল ও সন্ধ্যেরা সবচেয়ে প্রেমময়। বুদ্ধদেব বসু তার 'সঙ্গ নিঃসঙ্গতা রবীন্দ্রনাথ' গ্রন্থে বলেছেন 'হেমন্ত মূলত ঋতুদের ওয়েটিং রুম'। হেমন্ত পথের ধারে ছাইচাপা আগুন। এই উত্তাপের সৌন্দর্য সকলেই আবিষ্কার করতে জানে না। যারা ভালোবাসতে জানে, তারাই খোঁজ রাখে হেমন্তের। এ সকল দিন রাতের ভিন্ন ভিন্ন গন্ধ। আমার প্রিয় ঋতু শীত। শীত আসার আগে এই হেমন্ত আমার কাছে প্রেমে পড়ার পূর্বাভাস মনে হয়।
Mass moon Islam
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?