হাজিরার কাছে এলাম মেয়েটি মাহার মাকে বলতে লাগলেন আমি আপনাকে আপনার মেয়ের সম্পর্কে সবকিছু বলবো তবে তার আগে আপনি আমাকে তার রুমের মধ্যে নিয়ে যান মাহার রুমে যাওয়ার পর সেই মেয়েটি পুরো রুম ওলট পালট করে দিল কিছু না পাওয়াতে মেয়েটি মাহার বিছানায় উলটপালট করে দেয় এবং একটি মোবাইল ফোন বের হয় যা দেখে আম্মা হাজিরা ও অবাক হয়ে গেলেন মেয়েটি সেই স্মার্ট ফোনটি নিয়ে যখন চালু করল তখন সেখানে দেখে আমরাও অবাক হয়ে গেলাম কেউ চিন্তাও করতে পারবে না যে জাহান্নামে ফেলে দিয়েছিল তবে মহান আল্লাহ পাক তো 70 জন মায়ের চেয়েও বেশি ভালোবাসেন তার বান্দাকে সেই মেয়েটি বলল মহা শুধু নিজেই খারাপ জিনিস দেখতো না বরং মানুষদের মাঝেও খারাপ জিনিস ছড়াত মানুষকে খারাপ রাস্তায় ফেলে নিজেকে পাপী করেছিল মাহার মায়ের চোখ দুর্বল ছিল বিধায় মাহার ফোন চালাতে অসুবিধা হতো না সেই মেয়েটির ফোন থেকে সেই সকল খারাপ জিনিস ডিলিট করে দেয় মেয়েটিহার ফোন থেকে সেই সকল খারাপ জিনিস ডিলিট করে দেয় যার ফলে তার কবর সেই সাপ গুলো সরে যায় এবং তার মায়ের মনে শান্তি নেমে আসেযার ফলে তার কবর সেই সবগুলো সরে যায় এবং তার মায়ের মনে শান্তি নেমে আল্লাহ পাক তাঁর বান্দাকে রক্ষা করার জন্য কোন না কোন রাস্তা বের করে থাকেন
Easmin
Xóa nhận xét
Bạn có chắc chắn muốn xóa nhận xét này không?