S Litu  
43 sa ·Isalin

তুমি যদি জীবনে বড় কিছু করতে না চাও তাহলে আজ থেকে তুমি স্বপ্ন দেখা ভুলে যাও কারণ স্বপ্ন মানুষকে বড় কাজ করতে ও বড় ঝুঁকি নিতে উদ্বুদ্ধ করে কাজ করা শক্তি যোগায় ঘুমের ভেতর অচেতন মনে দেখা স্বপ্নই শুধু আমরা ভুলি না সচেতন মনে দেখা অনেক স্বপ্নই আমরা ভুলে যাই কিংবা ভুলে যেতে বাধ্য হই সে ভুলে যাওয়ার কারণ হতে পারে পরিশ্রম না করার মানসিকতা কিংবা পরিবেশ পরিস্থিতি অর্থাৎ প্রতিনিয়ত আমরা স্বপ্ন দেখি আবার ভুলে যাই আবার কিছু স্বপ্ন থেকে যায় তবে কিছু মানুষের ক্ষেত্রে স্বপ্ন পূরণের অপূর্ণতা স্বপ্নকে ছোঁয়ার গতিকে বেগবান করে যারা স্বপ্ন পূরণের অপূর্ন তাকে ছোঁয়ার গতি বাড়ানোর জন্য কাজে লাগাতে পারে তারাই একদিন সফল হয় আর কিছু মানুষ স্বপ্ন পূরণের অপূর্ণতাকে অজুহাত বানিয়ে নিজেকে গুটিয়ে নেয় আর সব দোষ পরিবেশ পরিচিতি ও মানুষের উপর চাপিয়ে দিয়ে নিজেকে হালকা মনে করে

আবার এমনও অনেকে আছে অন্যের মন রাখতে গিয়ে নিজের স্বপ্নের কথা জীবনের লক্ষ্যের কথা ভুলে যায় অথচ সফলতা ও সবার মন যুগিয়ে চলা দুটি কাজ একসঙ্গে করা প্রায় অসম্ভব ঠিক যেমনটি আইনের যথাযথ প্রয়োগ করতে গেলে সবার মন রাখা যায় না আইনের যথাযথ প্রয়োগ করলে ভালো মানুষগুলো খুশি হয় আর মন্দ মানুষগুলো খুশি হয় তুমি যখন সফল হতে চাইবে কিছু মানুষ তোমাকে হিংসা করবে তোমাকে নিয়ে করবে কিছু মানুষের কাছে তুমি অপ্রিয় হয়ে উঠবে কিছু কিছু ক্ষেত্রে শুধু অপ্রিয় নয় বরং

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।