তুমি যদি জীবনে বড় কিছু করতে না চাও তাহলে আজ থেকে তুমি স্বপ্ন দেখা ভুলে যাও কারণ স্বপ্ন মানুষকে বড় কাজ করতে ও বড় ঝুঁকি নিতে উদ্বুদ্ধ করে কাজ করা শক্তি যোগায় ঘুমের ভেতর অচেতন মনে দেখা স্বপ্নই শুধু আমরা ভুলি না সচেতন মনে দেখা অনেক স্বপ্নই আমরা ভুলে যাই কিংবা ভুলে যেতে বাধ্য হই সে ভুলে যাওয়ার কারণ হতে পারে পরিশ্রম না করার মানসিকতা কিংবা পরিবেশ পরিস্থিতি অর্থাৎ প্রতিনিয়ত আমরা স্বপ্ন দেখি আবার ভুলে যাই আবার কিছু স্বপ্ন থেকে যায় তবে কিছু মানুষের ক্ষেত্রে স্বপ্ন পূরণের অপূর্ণতা স্বপ্নকে ছোঁয়ার গতিকে বেগবান করে যারা স্বপ্ন পূরণের অপূর্ন তাকে ছোঁয়ার গতি বাড়ানোর জন্য কাজে লাগাতে পারে তারাই একদিন সফল হয় আর কিছু মানুষ স্বপ্ন পূরণের অপূর্ণতাকে অজুহাত বানিয়ে নিজেকে গুটিয়ে নেয় আর সব দোষ পরিবেশ পরিচিতি ও মানুষের উপর চাপিয়ে দিয়ে নিজেকে হালকা মনে করে
আবার এমনও অনেকে আছে অন্যের মন রাখতে গিয়ে নিজের স্বপ্নের কথা জীবনের লক্ষ্যের কথা ভুলে যায় অথচ সফলতা ও সবার মন যুগিয়ে চলা দুটি কাজ একসঙ্গে করা প্রায় অসম্ভব ঠিক যেমনটি আইনের যথাযথ প্রয়োগ করতে গেলে সবার মন রাখা যায় না আইনের যথাযথ প্রয়োগ করলে ভালো মানুষগুলো খুশি হয় আর মন্দ মানুষগুলো খুশি হয় তুমি যখন সফল হতে চাইবে কিছু মানুষ তোমাকে হিংসা করবে তোমাকে নিয়ে করবে কিছু মানুষের কাছে তুমি অপ্রিয় হয়ে উঠবে কিছু কিছু ক্ষেত্রে শুধু অপ্রিয় নয় বরং
Kader 11
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?
Mass moon Islam
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?