কারণ আমি ততটা মেধাবী শিক্ষার্থী ছিলাম না পার আর বন্ধু-বান্ধবদের সঙ্গে খেলাধুলা ও আড্ডা অনেক কমিয়ে দিয়ে বেশি বেশি সময় দিতাম পড়ার মধ্যে আর আল্লাহর কাছে বেশি বেশি এই দোয়া করতাম আল্লাহ যেন আমার স্বপ্নটি পূরণ করে দেন একটা সময় পর এসএসসি পরীক্ষার রেজাল্ট দিল যদিও আমি যে রেজাল্ট প্রত্যাশা করেছিলাম ছেড়ে যাওয়ার গল্পের জন্য মিস হয়ে গেল তখন মনে মনে ভাবলাম আল্লাহ হয়তো এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত রেজাল্ট না দিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে চান্স পাইয়ে দেওয়ার মাধ্যমে আরো বড় কিছু আমাকে দিতে চান এসএসসি পরীক্ষার রেজাল্টের পর প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট না করতে পারার কারণে প্রচন্ড রকমের কষ্ট পেলেও আমি ভেঙে পড়িনি আমি সবসময় একটি বিষয় বিশ্বাস করতাম এবং এখনো করি পরিশ্রমী ব্যক্তিকে আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেন না আল্লাহ কিছু না কিছু দেয়নি সেটা তাৎক্ষণিক হোক বা কিছুক্ষণ পরে হোক যেদিন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নোটিশ বোর্ডের তালিকায় কলেজে ভর্তি হওয়ার যোগ্যদের সঙ্গে নিজের রেজিস্ট্রেশন নম্বর দেখতে পেলাম তখনও কেন জানি বিশ্বাস হচ্ছিল না বেশ কয়েকবার মিলিয়ে দেখার পর পাশের আরেকজনের আমার আবেদনের কাগজ দেখে অনুরোধ করলাম ভাই আমার রেজিস্ট্রেশন নম্বরটি একটু মিলিয়ে দেখুন তো তালিকায় আমার রেজিস্ট্রেশন নম্বরটি আছে কিনা
Kader 11
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?
Mass moon Islam
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?