প্রিয়তমা স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তা'আলা আনহা তিনি অত্যন্ত সুন্দরী এবং বুদ্ধিমতী নারী ছিলেন এবং তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহুর আদরের কন্যা ছিলেন তাই পিতার মতো তিনিও অত্যন্ত রাগী স্বভাবের মানুষ ছিলেন এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীগণের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে গরম মেজাজের একটু এদিক-সেদিক হলেই তিনি রেগে আগুন হয়ে যেতেন উহুদ যুদ্ধের পর হযরত হাফসা রাদিয়াল্লাহু তালা আনহার প্রথম স্বামী হোনাই ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তা'আলা আনহু ইন্তেকাল করেন অল্প বয়সে স্বামী হারা হয়ে তিনি দুই চোখে অন্ধকার দেখতে লাগলেন অবশেষে নিরুপায় হয়ে বাবার বাড়িতে এসে আশ্রয় নিলেন কিন্তু
Мне нравится
Комментарий
Перепост
Kader 11
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?