জান্নাতের দরজার তালা এবং চাবির বিষয়ে বলুন এই ব্যক্তির এমন অদ্ভুত প্রশ্ন শুনে হযরত ওমর রাঃ সেই মজলিসে উপস্থিত সমস্ত সাহাবীদেরকে নির্দেশ দিলেন তারা যেন তৎক্ষণাৎ এই ব্যক্তিকে তার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেন কিন্তু সেই মজলিসে এমন কোন ব্যক্তি উপস্থিত ছিলেন না যিনি এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবেন কিছু সময় অতিবাহিত হবার পর যখন সে ব্যক্তি দেখলেন কেউই তার প্রশ্নের উত্তর দিতে পারছে না তখন তিনি বললেন হে মুসলিম জাহানের খলিফা এখানে উপস্থিত থাকা একজন ব্যক্তি ও আমার প্রশ্নের উত্তর দিতে সক্ষম হচ্ছেন না তবে কি এটা আমি ধরে নেব আপনাদের নবী শেষ নবী হওয়ার মিথ্যা দাবি করেছিলেন কারণ আমাদের নবী এবং পয়গম্বররা শেষ নবীকে শনাক্ত করার জন্য আমাদের কিছু উপায় শিখিয়ে দিয়েছেন এবং আমাদের কিতাবে বলা হয়েছে এই সমস্ত প্রশ্ন সমূহের সঠিক উত্তর শেষ নবী নিজেই দিতে পারবেন অথবা সেই ব্যক্তি দিতে সক্ষম হবেন যাকে শেষ নবী নিজে জ্ঞানের শিক্ষা দিয়েছেন এই ব্যক্তির এই সমস্ত কথা শুনে সাহাবারা তাকে বললেন হে আল্লাহ তাআলার বান্দা আপনি যদি এই প্রশ্নগুলোর
Mass moon Islam
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?