37 の ·翻訳

সোনালী মাছ

এক ছোট্ট গ্রামে একটি শিশু বাস করত, যার নাম ছিল রানা। রানা খুব দুঃখী ছিল, কারণ তার পরিবার ছিল গরিব। তাদের কাছে কিছুই ছিল না, কিন্তু রানা তার একমাত্র আনন্দ খুঁজে পেয়েছিল গ্রামের পাশের একটি নদীতে মাছ ধরতে গিয়ে। প্রতিদিন সকালে সে নদীর তীরে যেত, কিন্তু কখনও ভালো কোনো মাছ ধরতে পারত না।

একদিন, সে নদীতে একটি সোনালী মাছ দেখতে পেল। মাছটি খুব সুন্দর ছিল এবং খুব দ্রুত সাঁতার কাটছিল। রানা সেটি ধরতে চেষ্টা করল, কিন্তু সোনালী মাছটি বলল, "তুমি আমাকে ধরলে আমি মরব, তবে যদি তুমি আমাকে মুক্তি দাও, আমি তোমার এক ইচ্ছা পূর্ণ করতে পারব।"

রানা কিছুটা অবাক হয়ে বলল, "তুমি সত্যিই সেটা করতে পারো?"
মাছটি হাসি দিয়ে বলল, "হ্যাঁ, কিন্তু তোমার মন পরিষ্কার হতে হবে।"

রানা একটু ভেবে বলল, "আমি চাই, আমার পরিবার সুখী ও স্বাবলম্বী হোক।"

মাছটি হাসল এবং নিমিষেই নদীতে চলে গেল। কিছুদিন পর, রানা বাড়ি ফিরে দেখল, তার পরিবার প্রাকৃতিক দুর্যোগ থেকে বেঁচে গেছে এবং তাদের কাজকর্ম ভালোর দিকে চলে এসেছে। তার পরিবার সুখী ও স্বাবলম্বী হয়ে উঠেছে।

রানা সোনালী মাছের কাছে কৃতজ্ঞ ছিল, তবে সে শিখেছিল, পৃথিবীতে আসল সুখ আসে মানুষের ভালোবাসা, পরিশ্রম এবং সততার মাধ্যমে।

শিক্ষা:
সত্যিকারের সুখ বাহ্যিক বস্তু বা সম্পদের মাধ্যমে আসে না, বরং তা আসে আন্তরিকতা, ভালোবাসা, এবং পরিশ্রমের মাধ্যমে।

Najsjsjsvskssmsg





কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image

Finalisina












কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image

বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাড়া।

পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গো যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,

ও বাবা মড়াত করে
পড়েছি সরাত জোরে।
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিলে খুব কিল ও ঘুষি
একদম জোরসে ঠুসি।

আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাপিয়ে কাপড়
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল!
ও বাবা শেয়াল কোথা
ভেলোটা দাড়িয়ে হোথা
দেখে যেই আঁতকে ওঠা
কুকুরও জাড়লে ছোটা!
আমি কই কম্ম কাবার
কুকুরেই করবে সাবাড়!

‘বাবা গো মা গো’ বলে
পাঁচিলের ফোঁকল গলে
ঢুকি গিয়ে বোসদের ঘরে,
যেন প্রাণ আসলো ধড়ে!

যাব ফের? কান মলি ভাই,
চুরিতে আর যদি যাই!
তবে মোর নামই মিছা!
কুকুরের চামড়া খিঁচা
সেকি ভাই যায় রে ভুলা-
মালীর ঐ পিটুনিগুলা!
কি বলিস ফের হপ্তা!
তৌবা-নাক খপ্তা…!

======

image