35 میں ·ترجمہ کریں۔

মানব দেহের যৌন স্পর্শকাতর অঙ্গ সমূহ

মানব দেহ একটি রহস্যময় কারখানা। একটি গবেষণায় দেখা গেছে মানুষের দেহের অদ্ভুত কিছু অনুভূতি। যেমন যৌন মিলনের সময় কিছু কিছু মানুষ নারীর দেহের বিভিন্ন অঙ্গে যৌন উত্তেজনা সৃষ্টি করে।

কিন্তু একই বিষয় ঘটে পুরুষের ক্ষেত্রেও। আমরা মনে করি পুরুষের দেহের যৌন অনুভূতি সম্পন্ন অঙ্গ শুধু একটিই। সম্প্রতি বেঙ্গর ইউনিভার্সিটির নিউরো সায়েন্টিস্টদের এক গবেষণায় উঠে আসে মানব দেহের আজব সব অনুভূতির তথ্য।

নিউরো সায়েন্টিস্টদের গবেষণা্য় দেখা যায়, পায়ের পাতা হচ্ছে শরীরের ৪১টি অঙ্গের মধ্যে সবচেয়ে কম যৌন অনুভূতি সম্পন্ন অঙ্গ। এর ফলে এর আগের নিউরো সায়েন্টিফিক জার্নাল কর্টেক্স ও অবজারভারসহ কয়েকটি সংবাদপত্রের প্রকাশিত একটি গবেষনাকে ভুল প্রমাণিত করেছে। যেখানে পায়ের পাতাকে যৌন অনুভূতিতে যৌনাঙ্গে সাড়া দেয়ার একটি ধারণাকে মিথ্যা প্রমাণিত করে।

আগে ধারণা্ করা হতো পুরুষের যৌন উত্তেজক অঙ্গ শুধু একটাই আর তাহলো তার পুরুষাঙ্গ। কিন্তু গবেষণায় দেখা যায় নারী দেহের মত পুরুষের দেহের বিভিন্ন অঙ্গ যৌন উত্তেজনায় বিভিন্নভাবে সাড়া দেয়। বেঙ্গর ইউনিভার্সিটির স্কুল অব সাইকোলজির প্রফেসর অলিভার টার্নবুল অবজার্ভারকে বলেন, “অনেক মানুষ ধারনা করতো যে, নারীর সারা দেহে যৌন উত্তেজনা বিরাজ করে আর পুরুষের যৌন উত্তেজক অঙ্গ কেবল একটি। কিন্তু বিষয়টি একেবারেই তেমন নয়। এটা পুরুষের ক্ষেত্রেও নারী দেহের মত যৌন উত্তেজনায় অঙ্গগুলো সমান সাড়া দেয়। শুধুমাত্র নারীর যৌনতাকে অতিরঞ্জিত করার জন্য একথা বলা হয়ে থাকে।“

বিজ্ঞানীদের মতে, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার ৮০০ লোকের মধ্যে একটি পর্যবেক্ষণে দেখা যায় ধর্ম, বর্ণ, গোত্র ও যৌন কামনার পারিপার্শ্বিকতায় এই ফলাফল একই রকম। দেহের সবচেয়ে যৌন উত্তেজক অঙ্গ অবশ্যই যৌনাঙ্গ এরপর ঠোট, কান, উরুর নিচের অংশ, এবং ঘাড়ের অংশ।

বিজ্ঞানীরা বলেন, এই অনুভূতি মানুষের ভিতরে জন্মগত। এটা কোন সংস্কৃতি বা অভিজ্ঞতার উপর ভিত্তি করে নয়। যা এর আগে বিজ্ঞানীরা ধারণা করেছিলেন যে, যৌন অনুভূতি নিয়ন্ত্রণ করে মষ্তিষ্ক, যা স্পর্শের মাধ্যমে শরীরে অনুভূতি জাগায়।

তিনি আরো বলেন, আমরা খুঁজে বের করতে চেষ্টা করছি যে, মানুষের ঘাড়ের অংশটা যৌন উত্তেজনায় ব্যাপক সাড়া দেয় কিন্তু একই সেন্সর কপালে থাকা সত্ত্বেও কপাল যৌন অনুভূতিতে কেন সমান সাড়া দেয় না। তাই মষ্তিষ্ক যে যৌন অনুভূতিতে সাড়া দেয় এটা বলা মুশকিল।

না্রী পুরুষের যৌন আবেদনে সবচেয়ে স্পর্শ কাতর অঙ্গগুলো হলো:

পুরুষের দেহের মুখ ও ঠোট ১০ এর মধ্যে ৭
উরুর নিম্নাংশ ১০ এর মধ্যে ৫.৮
গলা বা ঘাড়ের অংশ ৫.৬
স্তনের বোটা ১০ মধ্যে ৪.৮
নীতম্ব সবচেয়ে উত্তেজক অংশ ১০ মধ্যে ২.৮ এবং পুরুষের দেহের সবচেয়ে কম উত্তেজক অঙ্গ কনুই।
নারীর দেহের সবচেয়ে উত্তেজক অঙ্গগুলো হলো:

নারীর দেহের মুখ ও ঠোট হচ্ছে যৌন উত্তেজনায় সবচেয়ে উত্তেজক অঙ্গ রেটিংয়ে ১০ এর মধ্যে ৭.৯
এরপর গলা ও ঘাড় ১০ এর মধ্যে ৭.৫
স্তন ও স্তনের বোটা তৃতীয় অবস্থানে ৭.৩
নীতম্ব হচ্ছে ১০ এর মধ্যে ৪.৫
কোমর ৩.৫ ও পায়ের পাতা ১০ এর মধ্যে এক।

ابھی ·ترجمہ کریں۔

একটা সময় ছিল, যখন যেকোনো সম্পর্কের সাথে নিজেকে আকড়ে রাখতে চাইতাম। নিজের সবটুকু দিয়ে সম্পর্কটা টিকিয়ে রাখতাম। যত্নবান ছিলাম খুব। কিন্তু দিন শেষে সেই আকড়ে ধরা সম্পর্কগুলো থেকেই সবচেয়ে বেশি দুঃ'খ পেয়েছি!

আমার জীবনেও প্রেম এসেছিল। যাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ছিলাম। নিজের সবটুকু দিয়ে তাকে আকড়ে রেখেছিলাম, খুব সোহাগে আদরে। নিজের অস্তিত্ব ভুলে তাকেই নিজের অস্তিত্ব বানিয়ে ছিলাম। যার জন্য দিনশেষে নিজেকে আর খুঁজে পাই নি। এতে করে তার চলে যাওয়াতে আমিই কষ্ট পেয়েছিলাম।

যার হাত ধরে সব কিছু ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম, সেই মানুষটাও বুঝে নি আমায়। সব কিছুর জন্য আমাকেই দোষারোপ করল। নিজেকে মানিয়ে নিতে না পারায় টিকলো না সেও শেষ পর্যন্ত!

এক সময় আমার অনেক বন্ধু ছিল। নিজের ভালোর কথা চিন্তা না করে, ওদের ভালো রাখতে ব্যস্ত ছিলাম। ওদের একটা ডাকে নিজের সবটুকু ঢেলে দিতাম। অথচ আমার বিবর্ণ সময়ে ওদের পাশে পাই নি। খেয়াল করলাম, আমিই ওদের প্রয়োজনের পাত্রই ছিলাম কেবল। প্রিয়জন আর হতে পারি নি।

একটা সময় ছিল, যখন আত্মীয় স্বজনের কাছে খুব প্রিয় ছিলাম। সবাই বলত আমার মতো ভালো আর কেউ হয়ই না নাকি। রূপে গুনে যেন মা লক্ষ্মী! কিন্তু যখন দুঃসংবাদগুলো আমায় আষ্টেপৃষ্ঠে ধরে ছিল তখন তারাই সবার প্রথমে চোখ বাকিয়ে ছিল!

বাবা মায়ের আদরের ছিলাম খুব। সব সময় মাথায় করে রাখত। অথচ যখন দেখতে পেল আমাকে দিয়ে কিচ্ছু হচ্ছে না আর তখন সেই আমিই যেন তাদের চোখের কাঁটা হয়ে দাঁড়িয়ে। এখনও মাথায় রাখে, তবে সেটা বোঝা ভেবে!

বিশ্বাসের নামে বিশ্বস্ত মানুষগুলো আমায় চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে ছিল, সবকিছু আমারই ভুল! তাই এখন আর কোনো সম্পর্কের উপর বিশ্বাসটা ঠিক রাখতে পারি না। কাঁচের মতো ভেঙে যাওয়া এই আমি এখন শুধু নিজের উপর বিশ্বাস করতে পারি। কেউ ভালো করতে চাইলে এখন আর বিশ্বাস হয় না বরং তার দিকে মুচকি হেসে “আমি ভালো আছি” বলে পাশ কাঁটিয়ে যাই।
এখন এভাবেই চলছে জীবন আমার, চলুক না!

21 m ·ترجمہ کریں۔

💞💞"ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা দেখা যায় না ছোঁয়া যায় না
—কেবল হৃ'দয় দিয়ে অনুভব করা যায়-
💗🥀"

💖💖"তুমি আমার জী'বনের সেই মানুষ যার সাথে কাটানো প্রতিটা মু'হূর্ত স্ব'প্নের মতো সু'ন্দর-💗🥀"

❤️‍🩹❤️‍🩹"ভালোবাসা মানে একস'ঙ্গে থাকার প্রতি'শ্রুতি সুখে-দুঃখে হাত না ছাড়ার অ'ঙ্গীকার-💗🥀"

💑 💑"তোমার একটি হাসি আমার দিনের সব ক্লা'ন্তি দূর করে দেয়-💗🥀"

🌙🌙"তুমি আমার আকাশের চাঁ'দ আমার জী'বনের আলো আমার হৃ'দয়ের স্প'ন্দন-💗🥀"

💝💝"ভালোবাসা কখনো দূ'রত্ব বোঝে না, শুধু বোঝে হৃ'দয়ের টান-💗🥀"

🥰🥰"তোমার ভালোবাসার ছোঁয়ায় আমার পৃ'থিবী বদলে যায় যেন এক নতুন সকাল জ'ন্ম নেয়-💗🥀"

❤️❤️"ভালোবাসা হলো দুটি আ'ত্মার একত্রে পথচলা যেখানে একে অপরের সুখই সবচেয়ে বড় আনন্দ-💗🥀"

🖤🖤"বেঁ'চে থাকুক পৃ'থিবীর সকল ভালোবাসা!

29 m ·ترجمہ کریں۔

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন।
এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

1 h ·ترجمہ کریں۔

আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
1 h ·ترجمہ کریں۔

যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.