35 u ·Prevedi

✪ প্রশ্নঃ বর্তমানে সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি এবং কী কী?
➦ উঃ ৮টি। যথাঃ(১)পৃথিবী (২)বুধ (৩)শুক্র (৪)মঙ্গল
(৫)বৃহস্পতি (৬)শনি (৭)ইউরেনাস (৮)নেপচুন।
✪ প্রশ্নঃ সম্প্রতি সৌরজগতের কোন গ্রহটি গ্রহের মর্যাদা হারায়?
➦ উঃ প্লুটো (২৪আগস্ট, ২০০৬সালে)।
✪ প্রশ্নঃ বর্তমানে সৌরজগতে মোট উপগ্রহের সংখ্যা কত?
➦ উঃ ৪৯টি।
✪ প্রশ্নঃ সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
➦ উঃ বৃহস্পতি।
✪ প্রশ্নঃ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?
➦ উঃ বুধ।
✪ প্রশ্নঃ সৌরজগতের দ্রুততম গ্রহ কোনটি?
➦ উঃ বুধ।
✪ প্রশ্নঃ সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
➦ উঃ বুধ।
✪ প্রশ্নঃ পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
➦ উঃ শুক্র।
✪ প্রশ্নঃ সৌরজগতের কোন কোন গ্রহের উপগ্রহ নেই?
➦ উঃ বুধ ও শুক্র গ্রহের।
✪ প্রশ্নঃ সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি?
➦ উঃ শনির (২২টি)।
✪ প্রশ্নঃ বুধ কতদিনে সূর্যকে প্রদক্ষিণ করে?
➦ উঃ ৮৮ দিনে।
✪ প্রশ্নঃ বুধের ব্যাস কত?
➦ উঃ ৪৮৫০ কিলোমিটার ।
✪ প্রশ্নঃ শুক্রের ব্যাস কত?
➦ উঃ ১২,১০৪ কিলোমিটার ।
✪ প্রশ্নঃ শুক্র কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে?
➦ উঃ ২২৫ দিনে।
✪ প্রশ্নঃ শুক্র কী নামে পরিচিত?
➦ উঃ শুকতারা বা সন্ধ্যা তারা।
✪ প্রশ্নঃ পৃথিবী সূর্যকে কতদিনে প্রদক্ষিণ করে?
➦ উঃ ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ডে।
✪ প্রশ্নঃ পৃথিবীর ব্যাস কত?
➦ উঃ প্রায় ১২,৬৬৭ কিলোমিটার ।
✪ প্রশ্নঃ পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কী?
➦ উঃ চাঁদ।
✪ প্রশ্নঃ চাঁদ হতে পৃথিবীর দূরত্ব কত?
➦ উঃ ৩,৮৪,০০০ কিলোমিটার ।
✪ প্রশ্নঃ চাঁদের ব্যাস কত?
➦ উঃ ২,১৬০ মাইল।
✪ প্রশ্নঃ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?
➦ উঃ৭.৭ কোটি কিলোমিটার ।
✪ প্রশ্নঃ কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে বড় ও রাত্রি সবচেয়ে ছোট থাকে?
➦ উঃ ২১ জুন।
✪ কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে বড় থাকে?
➦ উঃ ২২ ডিসেম্বর।
✪ কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিবা-রাত্রি সমান থাকে?
➦ উঃ ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
✪ বৃহস্পতি কতদিনে সূর্যকে প্রদক্ষিণ করে?
➦ উঃ ৪,৩৩৩ দিনে।
✪ বৃহস্পতির মোট কয়টি উপগ্রহ রয়েছে?
➦ উঃ ১৬ টি।
✪ সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত?
➦ উঃ প্রায় ১৪ কোটি ৮৮ লাখ বর্গ কিলোমিটার ।
✪ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
➦ উঃ ৮ মিনিট ২০ সেকেন্ড।
✪ ইউরেনাস কত সালে আবিষ্কার করা হয়?
➦ উঃ ১৭৮১ সালে।
✪ ইউরেনাস কে আবিষ্কার করেন?
➦ উঃ উইলিয়াম হার্শেল।
✪ ইউরেনাস গ্রহের ব্যাস কত?
➦ উঃ ৪৯,০০০ কিলোমিটার প্রায়।
✪ সূর্য থেকে ইউরেনাসের গড় দূরত্ব কত?
➦ উঃ ২৮৭ কোটি কিলোমিটার ।
✪ সূর্যকে প্রদক্ষিণ করতে ইউরেনাসের কত সময় লাগে?
➦ উঃ ৮৪ বছর।
✪ ইউরেনাসের উপগ্রহ কয়টি?
➦ উঃ ৫ টি।
✪ কত সালে নেপচুন আবিষ্কার করা হয়?
➦ উঃ ১৮৪৬ সালে।
✪ নেপচুন কতদিনে সূর্যকে প্রদক্ষিণ করে?
➦ উঃ ১৬৫ বছরে।
✪ নেপচুনের উপগ্রহ কয়টি?
➦ উঃ ২ টি।
✪ সূর্যের সবচেয়ে দূরবর্তী গ্রহ কোনটি?
➦ উঃ প্লুটো।
✪ প্লুটোর ব্যাস কত?
➦ উঃ ৫৯১০ কিলোমিটার ।
✪ প্লুটো কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে?
➦ উঃ ২৮৪ বছরে।
✪ প্লুটো আবিষ্কৃত হয় কত সালে?
➦ উঃ ১৯৩১ সালে।
✪ প্লুটোর কয়টি উপগ্রহ আছে?
➦ উঃ ১ টি।
✪ আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী?
➦ উঃ লুব্ধক।
✪ সম্প্রতি আবিষ্কৃত মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী?
➦ উঃ পিস্টল স্টার।
✪ সবুজ গ্রহ কাকে বলা হয়?
➦ উঃ ইউরেনাসকে।
✪ শান্ত সাগর কোথায় অবস্থিত?
➦ উঃ চাঁদে।
✪ হ্যালির ধূমকেতু সর্বশেষ কত সালে দেখা গিয়েছিল?
➦ উঃ ১৯৮৬ সালে।
✪ কত বছর পর পর হ্যালির ধূমকেতুর আবির্ভাব ঘটে?
➦ উঃ ৭৬ বছর।
✪ গ্যালাক্সির বাংলা নাম কী?
➦ উঃ ছায়াপথ।
✪ পৃথিবীর চারদিকে চাঁদ একবার ঘুরে আসতে কত সময় লাগে?
➦ উঃ সাড়ে ২৯ দিন।
✪ সূর্যের মাধ্যাকর্ষণ পৃথিবীর কত গুণ?
➦ উঃ ২৮ গুণ।
✪ পৃথিবীর তুলনায় চাঁদে কোন জিনিসের ওজন কত হবে?
➦ উঃ ছয় ভাগের এক ভাগ। ভর ৫০ ভাগের এক ভাগ।
✪ কার আকর্ষণে পৃথিবীতে জোয়ার ভাটা হয়?
➦ উঃ চাঁদ ও পৃথিবীর আকর্ষণে।
✪ সূর্যের আকাশে বছরে সূর্য কতবার অস্ত যায়?
➦ উঃ দুবার।
✪ বৃহস্পতি গ্রহে কত ঘন্টা দিন কত ঘন্টা রাত থাকে?
➦ উঃ ৫ ঘন্টা।
✪ লাল গ্রহ কাকে বলা হয়?
➦ উঃ মঙ্গল গ্রহকে।
✪ সবচেয়ে বড় নক্ষত্রের নাম কী?
➦ উঃ মিউ সাকাই।
✪ সবচেয়ে ভারি নক্ষত্রের নাম কী?
➦ উঃ ইটা ক্যারিনি।
✪ সর্বপ্রথম হ্যালি ধূমকেতু দেখা যায় কত সালে?
➦ উঃ ১৭৫৯ সালে।
✪ সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?
➦ উঃ প্রক্সিমা সেন্টরাই।

একটা সময় ছিল, যখন যেকোনো সম্পর্কের সাথে নিজেকে আকড়ে রাখতে চাইতাম। নিজের সবটুকু দিয়ে সম্পর্কটা টিকিয়ে রাখতাম। যত্নবান ছিলাম খুব। কিন্তু দিন শেষে সেই আকড়ে ধরা সম্পর্কগুলো থেকেই সবচেয়ে বেশি দুঃ'খ পেয়েছি!

আমার জীবনেও প্রেম এসেছিল। যাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ছিলাম। নিজের সবটুকু দিয়ে তাকে আকড়ে রেখেছিলাম, খুব সোহাগে আদরে। নিজের অস্তিত্ব ভুলে তাকেই নিজের অস্তিত্ব বানিয়ে ছিলাম। যার জন্য দিনশেষে নিজেকে আর খুঁজে পাই নি। এতে করে তার চলে যাওয়াতে আমিই কষ্ট পেয়েছিলাম।

যার হাত ধরে সব কিছু ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম, সেই মানুষটাও বুঝে নি আমায়। সব কিছুর জন্য আমাকেই দোষারোপ করল। নিজেকে মানিয়ে নিতে না পারায় টিকলো না সেও শেষ পর্যন্ত!

এক সময় আমার অনেক বন্ধু ছিল। নিজের ভালোর কথা চিন্তা না করে, ওদের ভালো রাখতে ব্যস্ত ছিলাম। ওদের একটা ডাকে নিজের সবটুকু ঢেলে দিতাম। অথচ আমার বিবর্ণ সময়ে ওদের পাশে পাই নি। খেয়াল করলাম, আমিই ওদের প্রয়োজনের পাত্রই ছিলাম কেবল। প্রিয়জন আর হতে পারি নি।

একটা সময় ছিল, যখন আত্মীয় স্বজনের কাছে খুব প্রিয় ছিলাম। সবাই বলত আমার মতো ভালো আর কেউ হয়ই না নাকি। রূপে গুনে যেন মা লক্ষ্মী! কিন্তু যখন দুঃসংবাদগুলো আমায় আষ্টেপৃষ্ঠে ধরে ছিল তখন তারাই সবার প্রথমে চোখ বাকিয়ে ছিল!

বাবা মায়ের আদরের ছিলাম খুব। সব সময় মাথায় করে রাখত। অথচ যখন দেখতে পেল আমাকে দিয়ে কিচ্ছু হচ্ছে না আর তখন সেই আমিই যেন তাদের চোখের কাঁটা হয়ে দাঁড়িয়ে। এখনও মাথায় রাখে, তবে সেটা বোঝা ভেবে!

বিশ্বাসের নামে বিশ্বস্ত মানুষগুলো আমায় চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে ছিল, সবকিছু আমারই ভুল! তাই এখন আর কোনো সম্পর্কের উপর বিশ্বাসটা ঠিক রাখতে পারি না। কাঁচের মতো ভেঙে যাওয়া এই আমি এখন শুধু নিজের উপর বিশ্বাস করতে পারি। কেউ ভালো করতে চাইলে এখন আর বিশ্বাস হয় না বরং তার দিকে মুচকি হেসে “আমি ভালো আছি” বলে পাশ কাঁটিয়ে যাই।
এখন এভাবেই চলছে জীবন আমার, চলুক না!

💞💞"ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা দেখা যায় না ছোঁয়া যায় না
—কেবল হৃ'দয় দিয়ে অনুভব করা যায়-
💗🥀"

💖💖"তুমি আমার জী'বনের সেই মানুষ যার সাথে কাটানো প্রতিটা মু'হূর্ত স্ব'প্নের মতো সু'ন্দর-💗🥀"

❤️‍🩹❤️‍🩹"ভালোবাসা মানে একস'ঙ্গে থাকার প্রতি'শ্রুতি সুখে-দুঃখে হাত না ছাড়ার অ'ঙ্গীকার-💗🥀"

💑 💑"তোমার একটি হাসি আমার দিনের সব ক্লা'ন্তি দূর করে দেয়-💗🥀"

🌙🌙"তুমি আমার আকাশের চাঁ'দ আমার জী'বনের আলো আমার হৃ'দয়ের স্প'ন্দন-💗🥀"

💝💝"ভালোবাসা কখনো দূ'রত্ব বোঝে না, শুধু বোঝে হৃ'দয়ের টান-💗🥀"

🥰🥰"তোমার ভালোবাসার ছোঁয়ায় আমার পৃ'থিবী বদলে যায় যেন এক নতুন সকাল জ'ন্ম নেয়-💗🥀"

❤️❤️"ভালোবাসা হলো দুটি আ'ত্মার একত্রে পথচলা যেখানে একে অপরের সুখই সবচেয়ে বড় আনন্দ-💗🥀"

🖤🖤"বেঁ'চে থাকুক পৃ'থিবীর সকল ভালোবাসা!

1 h ·Prevedi

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন।
এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

1 h ·Prevedi

আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
1 h ·Prevedi

যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.