34 i ·Översätt

৮ সংখ্যা দিয়ে মনে রাখার কিছু সাধারন জ্ঞান
১. বর্তমানে জনসংখ্যায় বাংলাদেশ পৃথিবীতে-- ৮ম দেশ

২. মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ছিল ৮নং সেক্টর

৩. মাটি থেকে ভলিবল নেটের দূরত্ব-- ৮ফুট

৪. পারমানবিক শক্তিধর অধিকারী বিশ্বের মোট-- ৮টি দেশ,

৫. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে-- ৮মিনিট ২০সেকেন্ড

৬. বিশ্ব সাক্ষরতা দিবস-- ৮সেপ্টেম্বর

৭. D-8 এর সদস্য দেশ মোট-- ৮টি

৮. রাষ্ট্র পরিচালনার মূলনীতি বর্ণিত আছে সংবিধানের-- ৮নং অনুচ্ছেদে

৯. মধ্য আমেরিকার দেশ-- ৮টি

১০. ইসলাম কে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় বাংলাদেশ সংবিধানের-- ৮ম সংশোধনীতে

১১. SAARC এর সদস্য দেশ মোট-- ৮টি

১২. আন্তর্জাতিক নারী দিবস-- ৮ মার্চ

১৩. রংপুর এবং রাজশাহী বিভাগে জেলা আছে মোট-- ৮টি করে

১৪. সেন্টমার্টিন/ তালপট্টী দ্বীপের আয়তন-- ৮ বর্গ কি মি.

১৫. বান কি মুন জাতিসংঘের-- ৮ম মহাসচিব

১৬. MDG (Millennium Development Goal)-এর মোট লক্ষ্য হচ্ছে-- ৮টি

১৭. বিশ্ব রেডক্রস দিবস-- ৮মে

১৮. উরুগুয়ে রাউন্ডের সংলাপ চলে-- ৮বছর

১৯. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ--৮টি,

২০. মাকড়সার পা মোট-- ৮টি

২২. এক বাইট এর সমান-- ৮ বিট

২৩. অস্থায়ী সরকারের সচিবালয় ছিল-- ৮নং থিয়েটার রোড, কলকাতা

২৪. বাংলাদেশে মোট সার কারখানা আছে-- ৮টি

২৫. বাংলাদেশে মোট ইপিজেড-এর সংখ্যা --৮টি

২৬.অক্সিজেনের পারমানবিক সংখ্যা-- ৮টি

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

7 timmar ·Översätt

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

7 timmar ·Översätt

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

7 timmar ·Översätt

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।