32 안에 ·번역하다

একদিন অবসর পেলে তোমাকে খানিকটা জানতে দিও, তোমার কাঁধে মাথাটা একটু রাখতে দিও, হাতের মুঠোও হাঁতটা একটু ধরতে দিও, চোখ না ফেলে অপলক তোমায় খানিক দেখতে দিও। পায়ে পা মিলিয়ে একটা জীবন আমার সাথেই হেঁটে যেও।🤍🌸