ম্যাডাম: সো সুইট।। কতো লক্ষ্মী একটা ছেলে তুমি।। আমি তো তোমাকে খুবই পছন্দ করি।। বাচ্চা: তাহলে আমি আমার আম্মু আব্বুকে আপনার বাসাতে পাঠাই?? ম্যাডাম: মানে।? বাসায় পাঠাবে মানে?? কেনো পাঠাবে? বাচ্চা: মানে তারা যাতে আরও আলাপ আলোচনা করতে পারে।। এখুনি ঠিক করে ফেলা ভালো।। নইলে দেখা গেলো আপনি অন্যকাউকে আ জায়গা দিয়ে ফেললেন, আর আমার তো তখন সর্বনাশ হয়ে যাবে।। ম্যাডাম: কি সব আজেবাজে কথা বলছো ? বাচ্চা:প্রাইভেটপড়ানোর জন্য ম্যাডাম। ম্যাডাম, হা -হা- হা- হা- হা- হা- হা
হঠাৎ করে কারো মুখে বাবা" ডাক'টা শুনলে বুকের ভিতরটা কেমন যেন করে ওঠে! মনে হয় আমারও তো 'বাবা' ছিল, কিন্তু আমি এখন চাইলেও ডাকতে পারি না, দেখা, কথা, স্পর্শ কিছুই করতে পারি না..!!......💔💔