পায়ে জুতা না থাকলে, অনেকেই আপনাকে তাচ্ছিল্য করে জুতা ছুড়ে মারবে।
সেই জুতা জমান। পায়ে দিন। হাঁটেন। দৌড়ান।
যখন আপনি অপারগ, অক্ষম, অসহায়- তখন মানুষের তাচ্ছিল্যকে গায়ে মাখতে নেই। একদিন জমানো জুতা দিয়েই জুতার ফ্যাক্টরি হয়ে যাবে। তারপর, জুতাহীন মানুষের পায়ের কাছে যেয়ে সে জুতা যত্ন নিয়ে পরিয়ে দিন। জীবনের পথে যে যত বেশি তাচ্ছিল্যের শিকার হয়, সে ততো শক্তভাবে ঘুরে দাঁড়ায়।
তোমার অসহায়ত্বে যারা আপনার পাশে দাঁড়ায়নি; তাদের অসহায়ত্বের সময় তাদের পাশে যেয়ে দাড়ান। ঘৃণার বিনিময়ে ঘৃণা নয়; ভালোবাসা ছড়িয়ে দিন। যাকে ভালোবাসা উচিত নয়; এমন অযোগ্য কাউকে ভালোবাসবার মতন এমন দারুন প্রতিশোধ আপনি আর কোনভাবেই নিতে পারবেনা।
Adeel Hossain
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?
Abu Hasan Bappi
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?