লালন
কুষ্টিয়া জেলার ছেউড়িয়াতে
লালন ফকির ছিলেন
গানের সুরে সব মানুষের
মুগ্ধ করে দিতেন ।
সৃষ্টি নিয়ে স্রষ্টা নিয়ে
কত মানবতার গান
ভুল হবে না কভু মোদের
তাঁর সে অবদান ।
হচ্ছে
ইচ্ছে জাগে যাবো দূরে
আকাশের ওই দেশে
ঝুড়ি ভরে তারা নিয়ে
আসবো ভ্রমণ শেষে।
ইচ্ছে জাগে চাঁদের বুড়ির
চরকা কাটা দেখা
কেমন করে সুতো বানায়
একটুখানি শেখা ।
ইচ্ছে জাগে পরীর দেশে
যাবো ঘোড়ায় চড়ে
দুই চার দিন থাকবো সেথায়
পরীদের সেই ঘরে।