ছুটির দিন
ছুটির দিনে বড়ই মজা
লেখাপড়া নাই
পরিবারের সবাই মিলে
আমরা ঘুরতে যাই ।
মায়ের হাতে খিচুড়ি ভাত
আর বাইরে গিয়ে খাওয়া
লেখাপড়ার ফাঁকে একটু
নতুন কিছু পাওয়া।
মজার এ দিন হঠাৎ করে
কেমনে চলে যায়
মনের ভেতর শুধু বলে
যদি ছুটি পাই ।
স্বাধীনতা
কত ত্যাগ আর রক্ত দিয়ে
এনেছি স্বাধীনতা
প্রতিদিন তাই স্মরণ করি
শহিদ ভাইদের কথা।
লাল সবুজের পতাকা
আর সোনার বাংলা গান
মা বোনের সম্মান
আর সব বাঙালির দান।
ভাটিয়ালি গান
ভাটিয়ালি মধুর সুরে
গাইছে মাঝি গান
এত সুন্দর গানের সুরে
জুড়িয়ে যায় যে প্রাণ।