জীবনে কতো মানুষ হারাইলাম, কতো মানুষের সাথে এক সময় ভালো সম্পর্ক ছিলো, আজ তাদের সাথে কথা হয়না যোগাযোগ নেই, কতো কাছের আত্মীয় স্বজনের সাথেও দূরের সম্পর্কের মতো হয়ে গেছে, কতো র ক্তে র সম্পর্কের মানুষের মুখামুখি হলেও কথা হয় না! কতো ভালো বন্ধুর সাথে আজ যোগাযোগ নেই দেখা নেই, যে যার যার মতো করে বেঁচে আছে।
জীবনটা একটা সময় পর কি অদ্ভুত হয়ে যায় তাইনা,ইচ্ছে করলেই কথা বলা যায় যোগাযোগ রাখা যায় তার"পরেও কেনো জানি কেউ কারো খোঁজ রাখে না!🖤