একটা সময় ছিল, যখন যেকোনো সম্পর্কের সাথে নিজেকে আকড়ে রাখতে চাইতাম। নিজের সবটুকু দিয়ে সম্পর্কটা টিকিয়ে রাখতাম। যত্নবান ছিলাম খুব। কিন্তু দিন শেষে সেই আকড়ে ধরা সম্পর্কগুলো থেকেই সবচেয়ে বেশি দুঃ'খ পেয়েছি!
আমার জীবনেও প্রেম এসেছিল। যাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ছিলাম। নিজের সবটুকু দিয়ে তাকে আকড়ে রেখেছিলাম, খুব সোহাগে আদরে। নিজের অস্তিত্ব ভুলে তাকেই নিজের অস্তিত্ব বানিয়ে ছিলাম। যার জন্য দিনশেষে নিজেকে আর খুঁজে পাই নি। এতে করে তার চলে যাওয়াতে আমিই কষ্ট পেয়েছিলাম।
যার হাত ধরে সব কিছু ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম, সেই মানুষটাও বুঝে নি আমায়। সব কিছুর জন্য আমাকেই দোষারোপ করল। নিজেকে মানিয়ে নিতে না পারায় টিকলো না সেও শেষ পর্যন্ত!
এক সময় আমার অনেক বন্ধু ছিল। নিজের ভালোর কথা চিন্তা না করে, ওদের ভালো রাখতে ব্যস্ত ছিলাম। ওদের একটা ডাকে নিজের সবটুকু ঢেলে দিতাম। অথচ আমার বিবর্ণ সময়ে ওদের পাশে পাই নি। খেয়াল করলাম, আমিই ওদের প্রয়োজনের পাত্রই ছিলাম কেবল। প্রিয়জন আর হতে পারি নি।
একটা সময় ছিল, যখন আত্মীয় স্বজনের কাছে খুব প্রিয় ছিলাম। সবাই বলত আমার মতো ভালো আর কেউ হয়ই না নাকি। রূপে গুনে যেন মা লক্ষ্মী! কিন্তু যখন দুঃসংবাদগুলো আমায় আষ্টেপৃষ্ঠে ধরে ছিল তখন তারাই সবার প্রথমে চোখ বাকিয়ে ছিল!
বাবা মায়ের আদরের ছিলাম খুব। সব সময় মাথায় করে রাখত। অথচ যখন দেখতে পেল আমাকে দিয়ে কিচ্ছু হচ্ছে না আর তখন সেই আমিই যেন তাদের চোখের কাঁটা হয়ে দাঁড়িয়ে। এখনও মাথায় রাখে, তবে সেটা বোঝা ভেবে!
বিশ্বাসের নামে বিশ্বস্ত মানুষগুলো আমায় চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে ছিল, সবকিছু আমারই ভুল! তাই এখন আর কোনো সম্পর্কের উপর বিশ্বাসটা ঠিক রাখতে পারি না। কাঁচের মতো ভেঙে যাওয়া এই আমি এখন শুধু নিজের উপর বিশ্বাস করতে পারি। কেউ ভালো করতে চাইলে এখন আর বিশ্বাস হয় না বরং তার দিকে মুচকি হেসে “আমি ভালো আছি” বলে পাশ কাঁটিয়ে যাই।
এখন এভাবেই চলছে জীবন আমার, চলুক না!
💞💞"ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা দেখা যায় না ছোঁয়া যায় না
—কেবল হৃ'দয় দিয়ে অনুভব করা যায়-
💗🥀"
💖💖"তুমি আমার জী'বনের সেই মানুষ যার সাথে কাটানো প্রতিটা মু'হূর্ত স্ব'প্নের মতো সু'ন্দর-💗🥀"
❤️🩹❤️🩹"ভালোবাসা মানে একস'ঙ্গে থাকার প্রতি'শ্রুতি সুখে-দুঃখে হাত না ছাড়ার অ'ঙ্গীকার-💗🥀"
💑 💑"তোমার একটি হাসি আমার দিনের সব ক্লা'ন্তি দূর করে দেয়-💗🥀"
🌙🌙"তুমি আমার আকাশের চাঁ'দ আমার জী'বনের আলো আমার হৃ'দয়ের স্প'ন্দন-💗🥀"
💝💝"ভালোবাসা কখনো দূ'রত্ব বোঝে না, শুধু বোঝে হৃ'দয়ের টান-💗🥀"
🥰🥰"তোমার ভালোবাসার ছোঁয়ায় আমার পৃ'থিবী বদলে যায় যেন এক নতুন সকাল জ'ন্ম নেয়-💗🥀"
❤️❤️"ভালোবাসা হলো দুটি আ'ত্মার একত্রে পথচলা যেখানে একে অপরের সুখই সবচেয়ে বড় আনন্দ-💗🥀"
🖤🖤"বেঁ'চে থাকুক পৃ'থিবীর সকল ভালোবাসা!
রূপা অনুভব করল, তার হৃদয়ে আরিফের জন্য এক বিশেষ স্থান তৈরি হয়েছে। তাদের মধ্যে প্রেমের এক অদ্ভুত টান গড়ে উঠল।
বছর শেষে, এক সন্ধ্যায়, আরিফ রূপাকে প্রস্তাব দিল। বৃষ্টির ধারায়, তারা দুজনেই একে অপরকে বলল, “আমরা একে অপরের জন্য তৈরি।” সেই রাতের বৃষ্টি তাদের প্রেমের সেলাইয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করল। | ##রোমান্টিক গল্প
Read More
একদিন বৃষ্টির দিনে একটি ছোট গ্রামে, দুইজন পরিচিত হলো—রূপা ও আরিফ। রূপা ছিল এক শান্তশিষ্ট মেয়ে, আর আরিফ ছিল বেপরোয়া। তা
Other
একদিন বৃষ্টির দিনে একটি ছোট গ্রামে, দুইজন পরিচিত হলো—রূপা ও আরিফ। রূপা ছিল এক শান্তশিষ্ট মেয়ে, আর আরিফ ছিল বেপরোয়া। তা
রূপা এবং আরিফ একই কলেজের ছাত্র। তারা প্রথম দেখা করে কলেজের লাইব্রেরিতে, যেখানে রূপা একটি বই পড়ছিল। আরিফ
Md Jony
---
"ছাদবিলাস"
তন্ময় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। বন্ধু খুব একটা নেই, নীরব, চুপচাপ ছেলে। ক্লাস শেষ করে সে প্রায়ই উঠে যায় মেসের ছাদে। সন্ধ্যার আলো-আঁধারিতে ছাদটাই হয়ে ওঠে তার সবচেয়ে প্রিয় জায়গা।
কিন্তু সে খেয়াল করল, প্রতিদিন ঠিক সাড়ে ছটায় পাশের ছাদে একটা মেয়ে এসে বসে—হাতের খাতায় কিছু লেখে, কখনো চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে থাকে।
তন্ময় প্রথমে পাত্তা দেয়নি। তারপর ধীরে ধীরে প্রতিদিন ওর আসাটাই একটা অভ্যাস হয়ে দাঁড়াল। ওর নীরবতা যেন তন্ময়ের একাকীত্বকে একটু একটু করে ভাঙছিল।
তারা কখনো কথা বলেনি। শুধু মাঝে মাঝে চোখাচোখি হতো। একদিন মেয়েটা হাতে একটা কাগজ উঁচু করে ধরল—তাতে লেখা ছিল,
“তুমি কি চুপ করেই গল্প বলো?”
তন্ময় মুচকি হাসল। পরদিন সে-ও একটা কাগজ নিয়ে এলো—
“হ্যাঁ, শব্দ ছাড়া কথা বলা আমার প্রিয়।”
এরপর শুরু হলো ছাদের গল্প। শব্দহীন কথোপকথন, চোখের ভেতর হাসি, পকেটের কাগজে লেখা স্বপ্ন।
কিন্তু একদিন হঠাৎ মেয়েটা আর এল না। এক সপ্তাহ কেটে গেল, তন্ময় ছাদে বসে থাকত, তাকিয়ে থাকত সেই খালি ছাদটার দিকে।
নবম দিনে সে একটা ছোট চিরকুট পেল নিজের ছাদে উড়ে আসা অবস্থায়:
“আমাকে যেতে হলো। কিন্তু তুমি যে নীরবতায় কথা বলতে পারো, সেটা জানিয়ে দিলেই আমি শান্ত থাকি। ধন্যবাদ, তন্ময়।”
তন্ময় সেই চিরকুটটা এখনো তার খাতার মাঝখানে রেখে দিয়েছে।
আর এখন সে শব্দে নয়—নতুন করে গল্প বলতে শিখেছে… চুপ করে বসে থাকলেও কেউ বুঝতে পারে, সে কিছু না বলেও অনেক কিছু বলছে।
---
আরও গল্প চাইলে তো বললেই হবে। আপনি চাইলে এবার একটু হাসির গল্প দেই, না কি অ্যাডভেঞ্চার বা ঐতিহাসিক প্রেক্ষাপটে কিছু? কী মুডে আছেন বলেন 😊
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟