অতি-প্রক্রিয়াজাত খাবারের আতঙ্ক সম্পর্কে খাদ্য বিজ্ঞানীরা আসলে কী মনে করেন? | #খাদ্য বিজ্ঞানী কে? # খাদ্য বিজ্ঞানের ৫টি ক্ষেত্র কী কী? # খাদ্য বিজ্ঞানের ভূমিকা কী? # একজন খাদ্য বিজ্ঞানীর সর্বোচ্চ বেতন কত?
অতি-প্রক্রিয়াজাত খাবারের আতঙ্ক সম্পর্কে খাদ্য বিজ্ঞানীরা আসলে কী মনে করেন? | #খাদ্য বিজ্ঞানী কে? # খাদ্য বিজ্ঞানের ৫টি ক্ষেত্র কী কী? # খাদ্য বিজ্ঞানের ভূমিকা কী? # একজন খাদ্য বিজ্ঞানীর সর্বোচ্চ বেতন কত?
অভিমান মানুষের মনকে ক্ষণিকের জন্য ভারি করে তোলে, কিন্তু বেশি সময় ধরে রাখলে সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়ে। প্রিয়জনের সঙ্গে মান-অভিমান ভালোবাসারই অংশ, কিন্তু যদি সেটি দীর্ঘস্থায়ী হয়, তাহলে ভালোবাসার জায়গা রাগ আর কষ্টে পরিণত হয়। অভিমানে না বলা কথা জমে থাকে, ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তাই সময় থাকতে অভিমান ভাঙিয়ে নেওয়া উচিত
#35
ভুতের গল্প আমার ছোট্টবেলা থেকেই খুব পছন্দের কারণ ভুতের ভয় জিনিসটার প্রতি আমার একটা বরাবরের আকর্ষণ আছে | এখন আর যদিও পাই না কিন্তু ছোটবেলায় পেতাম | আর ভয় পেতাম বলেই ভুতের গল্প আরো বেশি করে ভালো লাগত | কত যে ভুতের গল্প, উপন্যাস পড়েছি তার ইয়ত্তা নেই | তার উপরে সোনায় সোহাগার মত পেলাম 'সান্ডে সাসপেন্স' কে | মীরের গল্পপাঠ তো এককথায় ফাটাফাটি, তাঁর উপরে সাউন্ড এফেক্টসগুলো এত চমৎকার যে দিনের বেলায় হেডফোনে শুনলেও গায়ের লোম দাঁড়িয়ে যেত! ঘর অন্ধকার করে একা শোনবার সাহস করে উঠতে পারিনি |
তবে কিনা দশটা প্রিয় গল্পের ফরমাইশ শুনে একটু ভাবনায় পড়ে যেতে হলো, কারণ অনেকদিন ভুতের গল্প না পড়ার দৌলতে অনেক গল্পই বিস্মৃতির অতলে চলে গেছে সেগুলো হাতড়ে হাতড়ে বের করতে হচ্ছে | যে কয়টা আপাতত মনে পড়েছে সেগুলোই দিলাম, পরে আরো মনে পড়লে যোগ করে দেব |
Nila Islam
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟
Salma Akter
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟
Ismail Khan
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟