স্মৃতির মায়া
সময়ের সাথে তাল মিলিয়ে স্মৃতির পাতায় ধুলো জমে পাহাড় হয়ে যায়💔
হারিয়ে যাচ্ছে কত মধুর স্মৃতি মাখা৷৷ ******★সময় 🤍 দিনকাল*****★
তোর-আমার আর আমাদের হারিয়ে ফেলা দিন গুলি🥲
আজও বয়ে বেড়ায় হৃদয়ে বিচ্ছদের ছন্দ মেলা"
সেই স্মৃতিতে ধরেছে ঘুন,
জমেছে ধুলোর মেলা
তবু হৃদয়ের ক্ষতময়
স্মৃতি নিয়ে বয়ে চলেতেছি'
হাসি-কান্নার এ মিছিলে
স্মৃতির পাহাড় দিচ্ছে সারা বেদনারই ★সুর নিয়ে*
কখনো হঠাৎ বেদনার সুর কাটা গাথার মত যন্ত্রনা দিয়ে কষ্টের অট্টহাসির বাজনার সুর বাজায়
মন ছুটে যায় শৈশবের পাতায়
হানা দেই শৈশবের স্মৃতি চোখ বন্ধ করলে স্মৃতির দৃশ্য হৃদয়ের মাখে রংবিহীন ছবি একেঁ তুলে আমায় কষ্টের রং দিয়ে সাজিয়ে দিতে,
তোর তোমার সাথে গল্পের ঝুড়ির ডালায় আজ হাজারো গল্প কিন্তু ডালার ভাড় আর আমি সহ্য করতে পারি না🙃
সময়ের এই অভিশাপ আমি মেনে নিতে চাইলেও
স্মৃতির পাতার ওই মুখ গুলো বার বার আমাকে আহত করে😇
#আক্ষেপ
লেখিকা:আমি নিজেই🤍
আমরা আইডি পেইজে দেওয়া আছে
Nila Islam
Slet kommentar
Er du sikker på, at du vil slette denne kommentar?
Ismail Khan
Slet kommentar
Er du sikker på, at du vil slette denne kommentar?