"ভালোবাসা সবার জন্য না" — এটা হয়তো কারো ব্যক্তিগত অভিজ্ঞতা, কষ্ট, বা উপলব্ধি থেকে বলা। অনেক সময় ভালোবাসা প্রত্যাশার মতো হয় না, সবাই সেটা পায় না, বা সেটা টিকেও না।

তুমি কি চাও আমি এই ভাবনার উপর একটা কবিতা বা লেখা তৈরি করি?