14 میں ·ترجمہ کریں۔

❤️❤️

image
2 میں ·ترجمہ کریں۔

Good night ❤️❤️
রাতে ঘুম না আসলে মহানবী (সা.) আমাদেরকে কিছু দোয়া পড়ার জন্য বলেছেন। এর মধ্যে একটি হলো, "আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া।" (উচ্চারণ: আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া)। এর অর্থ হল, "হে আল্লাহ, আপনার নাম নিয়েই আমি মরি এবং আপনার নাম নিয়েই আমি জীবিত হই।" [১, ২]
এছাড়া, অনিদ্রা দূর করার জন্য আরও কিছু আমল ও দোয়া রয়েছে যা রাতে ঘুমানোর আগে পড়া যেতে পারে। যেমন, সুরা মুলক তেলাওয়াত করা (যা ঘুমানোর আগে পড়ার একটি সুন্নত আমল) [৬]। এছাড়া, কিছু দোয়া রয়েছে যা অনিদ্রা দূর করতে এবং ঘুমানোর জন্য মহানবী (সা.) শিখিয়েছেন, যেমন:
"আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাবয়ি ওয়া মা আজাল্লাত, ওয়া রাব্বাল আরদিনা ওয়া মা আকাল্লাত; ওয়া রাব্বাশ শায়াত্বিনি ওয়া মা আদাল্লাত; কুন লি জারাং-মিন শাররি খালক্বিকা কুল্লিহিম জামিআ।" [২]
এর অর্থ হল, "হে আল্লাহ, সাত আকাশ ও তার ছায়া, জমিন ও তার উৎপাদিত বস্তু এবং শয়তান ও তাদের কুমন্ত্রণার প্রতিপালক! আপনার সৃষ্টির অনিষ্ট থেকে আমাকে রক্ষা করুন।"
"লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্‌দাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া-লাহুলহামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়্যিন ক্বাদীর, আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি, ওয়া-লা ইয়াহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়া-লা হাওলা ওয়ালা কুউয়াতা ইল্লা বিল্লাহ।" [৩]
এর অর্থ হল, "আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। তিনি এক, তাঁর কোনো শরিক নেই। রাজত্ব তাঁরই, প্রশংসা তাঁরই। তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ পবিত্র এবং আল্লাহ মহান। আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা ও শক্তি নেই।" [৩]
এছাড়াও, অনিদ্রার কারণ দূর করার জন্য মানসিক চাপ কমানো, পর্যাপ্ত পানি পান করা এবং শারীরিক পরিশ্রম করার মতো বিষয়গুলির দিকেও মনোযোগ দেওয়া উচিত। [

image
4 میں ·ترجمہ کریں۔

❤️❤️❤️ you আমার অনুভবে তুমি তোমার অনুভবে আমি এই চিরসত্ব বাক্য টি যদি বুঝতে না পারো তা হলে তুই কিসের প্রেমিক।

4 میں ·ترجمہ کریں۔

❤️❤️ আমিই সেই মহা সত্য 🌻🌻যাকে চাইলেও উপেক্ষা করতে পারবেনা 🌹🌹আমিই যদি না থাকি এই ধরণীতে ❤️❤️ তবে কে গাইবে তার গুণগান 🌻🌻আমি নাই তো কিছুই নাই 🌹🌹তাই সকলকে বলছি আমাকে অবহেলা করোনা ❤️❤️ আমিই মহা সত্য ❤️❤️আমিই সব

4 میں ·ترجمہ کریں۔

লা ইলাহা ইল্লাল্লাহ,,:আস্তাগফিরুল্লাহ্-হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি,লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযী'ম"-লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সঃ) ❤️❤️❤️❤️🥺🥺🥺🌸🖤🤲"আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবীইনা মুহাম্মাদ (সঃ) """🥰🥰🥰 রাব্বিগ ফিরিলি ওয়ালি ওয়া লি-দাইয়্যা ওয়ালিল মু'মিনীনা ইয়াওমা ইয়াকুমুল হিছাব।🤲

6 میں ·ترجمہ کریں۔

❤️❤️নিশীথের অন্ধকারে, একাকীত্বের মাঝারে,
বুকের ভেতরে কাঁদে, স্মৃতির পাথুরে গজারে।
যেখানে ছায়া পড়ে, সুখের আলো দূরে,
প্রেমের সপ্ন জ্বলসে, মিথ্যার ছায়া কূলে।

ভাঙা হৃদয়ের কথা, কেউ শুনে না আজ,
ঝড়ে ভেসে যায় সব, শুধু থেকে নিঃশ্বাস।
দু:খের ছায়ায় লুকায়, হাসির মুখাবয়ব,
চোখে জমে অশ্রু ধারা, স্বপ্নেরই অঙ্গীকার।

পথ হারানো ভ্রমণ, অচেনা জীবনের খেলা,
বেদনার সুর বাজে, শূন্যতায় বেলা।
কখনো ফিরবে না, সে দিন আলোয় ভরা,
দু:খের ছোঁয়ায় লেখা, অজানা এক কথা।

6 میں ·ترجمہ کریں۔

Good afternoon my all frends and folowers❤️❤️❤️

❤️❤️❤️

❤️❤️❤️

6 میں ·ترجمہ کریں۔

সাফল্যের জন্য আপনাকে ৩টি জিনিসের মূল্য দিতে হবে:
ভালোবাসা, কঠোর পরিশ্রম,
আর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া।❤️❤️❤️❤️

image
6 میں ·ترجمہ کریں۔

দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ রানের জয় বাংলাদেশের!

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে ❤️❤️❤️

image