Ashikul Islam    새 기사를 만들었습니다
50 안에 ·번역하다

পাথর: প্রাকৃতিক শক্তি ও মানব সভ্যতার অবিচ্ছেদ অংশ | # পাথর

পাথর: প্রাকৃতিক শক্তি ও মানব সভ্যতার অবিচ্ছেদ অংশ

পাথর: প্রাকৃতিক শক্তি ও মানব সভ্যতার অবিচ্ছেদ অংশ

পাথর একটি প্রাচীন ও অমর উপাদান যা প্রাকৃতিক পৃথিবীর অভ্যন্তরীণ শক্তি এবং শক্তি প্রতীক।
16 시간 ·번역하다

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

16 시간 ·번역하다

লজ্জাপতি গাছ, যার বৈজ্ঞানিক নাম Mimosa pudica, আমাদের দেশে লজ্জাবতী বা লাজুক লতা নামেও পরিচিত। এই গাছটি মূলত একটি বহুবর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ, যার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এর পাতা স্পর্শ করলে সঙ্কুচিত হয়ে যায়। এটি দেখে অনেকেই কৌতূহলী হন, কিন্তু এই গাছের মধ্যে রয়েছে অসাধারণ ঔষধি গুণ। আয়ুর্বেদিক ও প্রাকৃতিক চিকিৎসায় লজ্জাপতির ব্যবহার বহু পুরনো।

image
19 시간 ·번역하다

অভিমান মানুষের মনকে ক্ষণিকের জন্য ভারি করে তোলে, কিন্তু বেশি সময় ধরে রাখলে সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়ে। প্রিয়জনের সঙ্গে মান-অভিমান ভালোবাসারই অংশ, কিন্তু যদি সেটি দীর্ঘস্থায়ী হয়, তাহলে ভালোবাসার জায়গা রাগ আর কষ্টে পরিণত হয়। অভিমানে না বলা কথা জমে থাকে, ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তাই সময় থাকতে অভিমান ভাঙিয়ে নেওয়া উচিত

23 시간 ·번역하다

🕋 বিদায় হজ ও মৃত্যু:

১০ হিজরিতে তিনি বিদায় হজ করেন এবং সেখানে মানবতার জন্য চূড়ান্ত উপদেশ দেন।

১১ হিজরি, ৬৩ বছর বয়সে, তিনি ইন্তেকাল করেন (৬৩২ খ্রিষ্টাব্দ)।

23 시간 ·번역하다

⚔️ গুরুত্বপূর্ণ যুদ্ধসমূহ:

বদর, উহুদ, খন্দক প্রভৃতি যুদ্ধে মুসলমানরা অংশ নেয় ইসলামের অস্তিত্ব রক্ষায়।