বন্ধু মানে শুধু পাশে থাকা নয়,
কষ্টের রাতে চোখের জলটাও চুপচাপ মুছে দেওয়া।
হাজারো ভিড়েও যেই একটা মুখ খুঁজে পাই,
সে-ই আমার বন্ধু, আমার আপন ছায়া।
জীবনের পথে যখন হারিয়ে যাই,
বন্ধুরা বলে—‘চিন্তা করিস না, আমরাও তোর সাথেই যাই।’
তারা শুধু কথা নয়, ভালোবাসার স্পর্শ,
যারা দূরে থাকলেও মনে জেগে থাকে এক আশার রেখা।
এই জীবনে সব হারালেও একটাই চাওয়া,
বন্ধু যেন কখনো না হারিয়ে যায়,
তুই যেন থাকিস, আমার গল্পের সবচেয়ে সুন্দর জায়গাটা হয়ে..."
☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️❤️❤️❤️❤️❤️❤️❤️
Read