প্রথমেই বলা যায়, লজ্জাপতি গাছের মূল, পাতা, বীজ, এমনকি গোড়ার ছালও নানা ধরনের রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। এই গাছের প্রধান গুণগুলোর মধ্যে একটি হলো এর অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল (ব্যাকটেরিয়া নাশক) গুণ। পাতা বেটে ক্ষতের উপর লাগালে এটি ঘা শুকাতে সাহায্য করে এবং ইনফেকশন রোধ করে।
Antor Ahmed
"তুমি যেভাবেই এগোও, ধীরে হলেও চলতে থাকো। কারণ থেমে যাওয়া মানেই হেরে যাওয়া।"
"সফলতা রাতারাতি আসে না, আসে অধ্যবসায়, ধৈর্য আর নিজের প্রতি বিশ্বাসের মাধ্যমে।"
"আজকের কষ্টই আগামীকালকে গড়ে তোলে। তাই কষ্টকে ভালোবেসে পথ চলাই হলো জীবনের মূলমন্ত্র।"
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟