বাবার চেয়ে দামি ছাতা এই পৃথিবীতে আর নেই—
যে ছায়ার নিচে না ছিল অভাব, না ছিল ভয়।
রোদ হলে মাথার উপর ঢাল,
বৃষ্টি হলে বুকের ভেতর আশ্রয়…
বাবারা সবসময় দেয়, চায় না কিছু…
শুধু চুপচাপ ভালোবেসে যায়, নিজের প্রয়োজনটুকু ভুলে।
ভালো থাকুক পৃথিবীর সব বাবারা—
কারণ তাদের মতো ছায়া আর কোথাও নেই… 😥💔🥀