কারার ঐ লৌহ কপাট
কারার ঐ লৌহ কপাট,
ভেঙে ফেল কর রে লোপাট,
রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।
ওরে ও তরুণ ঈশান!
বাজা তোর প্রলয় বিষাণ!
ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।।
গাজনের বাজনা বাজে,
ওরে দামামা ঐ বাজে।
জাগে বীর তরুণ দল,
চলে অরুণ পথের যাত্রী।।
বন্দীশালার আঁধার ঘরে,
কেঁদে কি আর লাভ হবে রে?
কাল রাতের আঁধার ভেদি’
দেখ মা তোর আলোক-ছেলে।।