হিজরী ৫৫৭ সালের একরাতের ঘটনা।
সুলতান নূরুদ্দীন জাঙ্কি (র তাহাজ্জুদ ও দীর্ঘ মুনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন। চারিদিক নিরব নিস্তব্দ। কোথাও কোন সাড়া-শব্দ নেই। এমতাবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসুল (স) তার কামরায় উপস্থিত। তিনি কোন ভূমিকা ছাড়াই দু’জন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন, (নূরুদ্দীন) মাহমূদ! (এরা আমাকে বিরক্ত করছে), এ দুজন থেকে আমাকে মুক্ত কর।
Jubayer25
রাতে তিথি একা ছিল বাসায়। হঠাৎ ফোন বাজল—"আমি তোমার জানালার বাইরে দাঁড়িয়ে আছি…"। তিথি জানালা দিয়ে তাকাল, কেউ নেই। ভয় পেয়ে ফোন কেটে দেয়। কিছুক্ষণ পর আবার ফোন—"আমি এখন দরজার সামনে।"
তিথি দৌড়ে দরজা বন্ধ করে দেয়। তারপর আরেকটা কল—"ভেতরেই আছি এখন।" সাথে সাথে বাতি নিভে যায়। তিথির চিৎকারে পাশের ফ্ল্যাটের লোকজন ছুটে আসে।
ঘরের দরজা খোলা, বাতি জ্বলে উঠলেও—তিথি আর নেই।
---
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?
Alom123
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?