জান নাকি জীব তুমি,জননী জন্মভূমি,
সে তোমায় হৃদয়ে রেখেছে।
থাকিয়া মায়ের কোলে,সন্তানে জননী ভোলে,
কে কোথায় এমন দেখেছে।।
ভূমিতে করিয়ে বাস,ঘুমেতে পুরাও আশ,
জাগিলে না দিবা বিভাবরী।
কতকাল হারিয়াছ, এই ধরা ধরিয়াছ,
জননী জঠর পরিহার।।
যার বলে বলিতেছ,যার বলে চলিতাছ,
যার বলে চালিতাছ দেহ।
যার নলে তুমি বলী, তার বলে আমি বলি,
ভক্তিভাবে কর তারে স্নেহ।।
মিছা মনি মুক্তা হেম, স্বদেচের প্রিয় প্রেম,
তার চেয়ে যত্ন নাই আর।
সুধাকরে কত সুধা, দূর করে তৃষ্ণা ক্ষুধা,
স্বদেশের শুভ সমাচার।
ভ্রাতৃভাব ভাবি মনে, দেখ দেশবাসীগনে,
প্রেমপূর্ণ নয়ন মেলিয়া।
কত রূপ স্নেহ করি,দেশের কুকুর ধরি,
বিদেশের ঠাকুর ফেলিয়া।।
স্বদেশের প্রেম যত, সেই মাএ অবগত,
বিদেশেতে অধিবাস যার।
ভাব-তুলি ধ্যানে ধরে,চিএপটে চিএ করে
স্বদেশের সকল বর্যাপার।।
স্বদেশের শাস্রমতে,চল সত্য ধর্মপথে,
সুখে কর জ্ঞান আলোচন।
বৃদ্ধি কর মাতৃভাষা, পুরাও তাহার আশা,
দেশে কর বিদ্যা বিতরন।।
##স্বদেশ##
Md Foysal
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?
Alom123
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?
Md Mohimenul Islam Hemal
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?