#কষ্ট #
কষ্ট তো জীবনেরই একটা অংশ, তাই না? কখনো মনে হয় যেন মেঘের মতো ছেয়ে আছে চারপাশ, দম বন্ধ হয়ে আসে। আবার কখনো মনে হয়, এই কষ্টের পথ পেরিয়েই হয়তো নতুন কোনো আলোর দেখা মিলবে।
দেখো, কষ্টের অনুভূতিগুলো কিন্তু একেকজনের কাছে একেক রকম। কারো কাছে হয়তো প্রিয়জনের চলে যাওয়া সবচেয়ে বড় কষ্ট, কারো কাছে আবার নিজের স্বপ্ন পূরণ না হওয়ার বেদনা। আবার এমনও হয়, দিনের পর দিন ছোট ছোট কষ্টগুলো জমতে জমতে পাহাড়ের মতো ভারী হয়ে ওঠে।