1 Y ·Översätt

ফুলবাড়ি সিমান্তে ইন্ডিয়ান আর্মি চলে আসছে বলে ছড়ানো তথ্যটি সঠিক নয়। এটি পুরোপুরি গুজব।
ইন্ডিয়ান আর্মি যদি এন্টার করে বাংলাদেশে তিনটি পয়েন্ট দিয়ে করার সবচেয়ে বেশী সম্ভাবনা থাকে।
১ : যশোর বেনাপোল-পেট্রোপোল
২ : আখাউড়া ( আগরতলা )
৩ : হিলি ( দিনাজপুর )
৩ টার একটায় ও তাদের সেনাবাহিনীর কোন বিশেষ মুভমেন্ট নেই আমি সব গুলোতে নজরদারি রাখার জন্য লোক সেটআপ করেছি।
আর যে ফুলবাড়িয়ার কথা বলা হয়েছে সেটা পঞ্চগড়ের তেতুলিয়ার দিক দিয়ে সেইখানে সব সময় ইন্ডিয়ান আর্মি অতিরিক্ত থাকে কারণ সেটা ভারতের জন্য অনেক গুরুত্বপূর্ণ জায়গা কারণ কাছেই "চিকেন নেক তথা শিলিগুড়ি করিডর।" [ চীনের আতংকে ]
তাই দয়া করে কেউ এইসব গুজব ছড়ানো থেকে বিরত থাকুন

📲 Download our app for a better experience!