সব রাগ নিমেষে যায়, মন ভরে ওঠে মায়ায় ভোলে।
ছোট্ট মাথায় পালক ফুলিয়ে করে যে আদর,
তখন মনে হয়, ওরে বাবা, কী মিষ্টি নাগর!
সে নকল করে কথা, যা কিছু সে শোনে,
কখনও ডাকে আমার নাম, কখনও বা অন্য বোনে।
তার আধো আধো বোলে হাসি পায় আমার,
দুষ্টু হলেও ও তো আমার চোখের মনি, সবার।
ফল চুরি করে খায়, লুকিয়ে আড়ালে,
ধরা পড়লে করে ভান, যেন কিছুই না জানে।
এই দুষ্টু টিয়াটাই আমার ভালোবাসা,
তার খুনসুটিতেই ভরে থাকে আমার আশা।
Sumaiya Akter
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟