14 w ·übersetzen

উপদেশ মূলক স্ট্যাটাস

দৃঢ় বিশ্বাস , অনবরত প্রচেষ্টা
এবং বিশ্বজয়ী প্রেম-জীবনযুদ্ধ
এই হলো মানুষের হাতিয়ার।
— আল্লামা ইকবাল

সবাই তোমাকে কষ্ট দিবে,
তোমাকে শুধু এমন
একজন কে খুঁজে নিতে হবে
যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে
– হুমায়ূন আহমেদ

জীবনে প্রগতির আশা নিজেকে ভয়,
সন্দেহ থেকে দূরে রাখে এবং
তার সমাধানের প্রয়াস চালাতে থাকে।
— নেতাজি সুভাষচন্দ্র বসু

সাফল্য অনেকটা উস্কানি
দেওয়া শিক্ষকদের মত,
এটা দক্ষ ও বুদ্ধিমান
লোকদের চিন্তা করতে
বাধ্য করায় যে তারা
কখনো হারবে না।
— বিল গেটস

যার মা আছে
সে কখনই গরীব নয়।
— আব্রাহাম লিংকন

যে পুরুষ কখনো দুঃখ
কষ্ট ভোগ করেনি
এবং পোড় খাওয়া মানুষ নয়,
মেয়েদের কাছে সে তেমন বাঞ্ছনীয় না ,
কারণ দুঃখ-কষ্ট পুরুষকে
দরদী ও সহনশীল করে তোলে।
— ডেনিস রবিনস

স্বপ্ন গুলোকে অনেক বড় মনে হয়
সুখ গুলোর চেয়ে কিন্তু
একটি সফলতাকে অনেক বড় মনে হয়
হাজার ব্যর্থতার চেয়ে।
— সুজন মজুমদার

স্বপ্ন সেটা নয় যেটা
মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে,
স্বপ্ন সেটাই যেটা মানুষের প্রত্যাশা পূরণে
মানুষকে ঘুমাতে দেয় না।
— এপিজে আবদুল কালাম

এই বিশ্বে স্থায়ী কিছুই না,
এমনকি আমাদের সমস্যাগুলোও না।
— চার্লি চ্যাপলিন

সাফল্যের মূলমন্ত্র হলো যা
আপনার ভয় পায়
তার উপর নয় বরং
আপনার যা চাই তার উপর
আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা।
— ব্রায়ান ট্রেসি

নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার
আত্মার সন্তান হিসেবে লালন করুন,
এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে।
— নেপোলিয়ন হিল

আমার অভিধানে অসম্ভব
নামে কোন শব্দ নেই।
— নেপোলিয়ন বোনাপার্ট

আপনি যদি গরীব হয়ে জন্ম নেন
তাহলে এটা আপনার দোষ নয়,
কিন্তু যদি গরীব থেকেই মারা যান
তবে সেটা আপনার দোষ।
— বিল গেটস

আগুনকে যে ভয় পায়,
সে আগুনকে ব্যবহার করতে পারে না
– রবীন্দ্রনাথ ঠাকুর

এমনভাবে অধ্যায়ন করবে,
যেন তোমার সময়াভাব নেই,
তুমি চিরজীবী।
এমনভাবে জীবনযাত্রা নির্বাহ করবে,
যেন মনে হয় তুমি আগামীকালই মারা যাবে।
– মহাত্মা গান্ধী

প্রাচুর্যের মধ্যে থাকা কালে
দুঃখীদের মধ্যে উপদেশ দেয়া খুব ই সহজ
– এস.কাইলাস

যৌবন করে না ক্ষমা
প্রতি অঙ্গে অঙ্গীকার
করে মনোরমা বিশ্বের শরীরে।
অপরুপ উপহারে কখন
সাজায় বোঝাও না যায়।
– বুদ্ধদেব বসু
অন্যদের ভুল থেকে শিক্ষাগ্রহণ করুন
এবং সেইরকম মানুষ হয়ে যাওয়া থেকে
নিজেকে বিরত রাখুন যাদের ভুলগুলো
থেকে অন্যেরা শিক্ষাগ্রহণ করে।
– শাইখ ইয়াসির ক্বাদী

দুর্বলের বল রাজা,
শিশুর বল কান্না,
মূর্খের বল নীরবতা,
চোরের মিথ্যাই বল
– চাণক্য

অনুকরণ নয়,
অনুসরণ নয়,
নিজেকে খুঁজুন,
নিজেকে জানুন,
নিজের পথে চলুন
– ডেল ক্যার্নেগি

11 m ·übersetzen

একটা সময় ছিল, যখন যেকোনো সম্পর্কের সাথে নিজেকে আকড়ে রাখতে চাইতাম। নিজের সবটুকু দিয়ে সম্পর্কটা টিকিয়ে রাখতাম। যত্নবান ছিলাম খুব। কিন্তু দিন শেষে সেই আকড়ে ধরা সম্পর্কগুলো থেকেই সবচেয়ে বেশি দুঃ'খ পেয়েছি!

আমার জীবনেও প্রেম এসেছিল। যাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ছিলাম। নিজের সবটুকু দিয়ে তাকে আকড়ে রেখেছিলাম, খুব সোহাগে আদরে। নিজের অস্তিত্ব ভুলে তাকেই নিজের অস্তিত্ব বানিয়ে ছিলাম। যার জন্য দিনশেষে নিজেকে আর খুঁজে পাই নি। এতে করে তার চলে যাওয়াতে আমিই কষ্ট পেয়েছিলাম।

যার হাত ধরে সব কিছু ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম, সেই মানুষটাও বুঝে নি আমায়। সব কিছুর জন্য আমাকেই দোষারোপ করল। নিজেকে মানিয়ে নিতে না পারায় টিকলো না সেও শেষ পর্যন্ত!

এক সময় আমার অনেক বন্ধু ছিল। নিজের ভালোর কথা চিন্তা না করে, ওদের ভালো রাখতে ব্যস্ত ছিলাম। ওদের একটা ডাকে নিজের সবটুকু ঢেলে দিতাম। অথচ আমার বিবর্ণ সময়ে ওদের পাশে পাই নি। খেয়াল করলাম, আমিই ওদের প্রয়োজনের পাত্রই ছিলাম কেবল। প্রিয়জন আর হতে পারি নি।

একটা সময় ছিল, যখন আত্মীয় স্বজনের কাছে খুব প্রিয় ছিলাম। সবাই বলত আমার মতো ভালো আর কেউ হয়ই না নাকি। রূপে গুনে যেন মা লক্ষ্মী! কিন্তু যখন দুঃসংবাদগুলো আমায় আষ্টেপৃষ্ঠে ধরে ছিল তখন তারাই সবার প্রথমে চোখ বাকিয়ে ছিল!

বাবা মায়ের আদরের ছিলাম খুব। সব সময় মাথায় করে রাখত। অথচ যখন দেখতে পেল আমাকে দিয়ে কিচ্ছু হচ্ছে না আর তখন সেই আমিই যেন তাদের চোখের কাঁটা হয়ে দাঁড়িয়ে। এখনও মাথায় রাখে, তবে সেটা বোঝা ভেবে!

বিশ্বাসের নামে বিশ্বস্ত মানুষগুলো আমায় চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে ছিল, সবকিছু আমারই ভুল! তাই এখন আর কোনো সম্পর্কের উপর বিশ্বাসটা ঠিক রাখতে পারি না। কাঁচের মতো ভেঙে যাওয়া এই আমি এখন শুধু নিজের উপর বিশ্বাস করতে পারি। কেউ ভালো করতে চাইলে এখন আর বিশ্বাস হয় না বরং তার দিকে মুচকি হেসে “আমি ভালো আছি” বলে পাশ কাঁটিয়ে যাই।
এখন এভাবেই চলছে জীবন আমার, চলুক না!

32 m ·übersetzen

💞💞"ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা দেখা যায় না ছোঁয়া যায় না
—কেবল হৃ'দয় দিয়ে অনুভব করা যায়-
💗🥀"

💖💖"তুমি আমার জী'বনের সেই মানুষ যার সাথে কাটানো প্রতিটা মু'হূর্ত স্ব'প্নের মতো সু'ন্দর-💗🥀"

❤️‍🩹❤️‍🩹"ভালোবাসা মানে একস'ঙ্গে থাকার প্রতি'শ্রুতি সুখে-দুঃখে হাত না ছাড়ার অ'ঙ্গীকার-💗🥀"

💑 💑"তোমার একটি হাসি আমার দিনের সব ক্লা'ন্তি দূর করে দেয়-💗🥀"

🌙🌙"তুমি আমার আকাশের চাঁ'দ আমার জী'বনের আলো আমার হৃ'দয়ের স্প'ন্দন-💗🥀"

💝💝"ভালোবাসা কখনো দূ'রত্ব বোঝে না, শুধু বোঝে হৃ'দয়ের টান-💗🥀"

🥰🥰"তোমার ভালোবাসার ছোঁয়ায় আমার পৃ'থিবী বদলে যায় যেন এক নতুন সকাল জ'ন্ম নেয়-💗🥀"

❤️❤️"ভালোবাসা হলো দুটি আ'ত্মার একত্রে পথচলা যেখানে একে অপরের সুখই সবচেয়ে বড় আনন্দ-💗🥀"

🖤🖤"বেঁ'চে থাকুক পৃ'থিবীর সকল ভালোবাসা!

40 m ·übersetzen

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন।
এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

1 h ·übersetzen

আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
1 h ·übersetzen

যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.