14 w ·Traducciones

যাকাত ইসলামের স্তম্ভগুলোর মধ্যে অন্যতম। এটি কেবল একটি আর্থিক সাহায্যই নয়, বরং একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যাকাত আদায় করা প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জন্য ফরয বা আবশ্যিক কর্তব্য।
যাকাত কী?
যাকাত শব্দের আভিধানিক অর্থ হলো বৃদ্ধি, প্রাচুর্য ও পবিত্রতা। ইসলামী শরীয়তের পরিভাষায়, নিসাব পরিমাণ মালের মালিক হলে বছরান্তে তার একটি নির্দিষ্ট অংশ (সাধারণত ২.৫%) আল্লাহ্‌র সন্তুষ্টির উদ্দেশ্যে দরিদ্র ও অভাবীসহ যাকাত পাওয়ার যোগ্য ব্যক্তিদের মাঝে বিতরণ করে দেওয়াকে যাকাত বলে।
যাকাতের গুরুত্ব:
* ইসলামের স্তম্ভ: যাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে তৃতীয় স্তম্ভ। এর গুরুত্ব অপরিসীম।
* আর্থিক ইবাদত: যাকাত একটি আর্থিক ইবাদত, যা আল্লাহ্‌র নির্দেশ পালনের মাধ্যমে আদায় করা হয়।
* সম্পদের পবিত্রতা: যাকাত আদায় করার মাধ্যমে সম্পদ পরিশুদ্ধ ও পবিত্র হয়।
* সামাজিক ন্যায়বিচার: যাকাত সমাজে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে এবং দরিদ্র ও অভাবী মানুষের অধিকার নিশ্চিত করে।
* সম্প্রীতি বৃদ্ধি: যাকাত ধনী ও দরিদ্রের মধ্যে পারস্পরিক সহানুভূতি ও সম্প্রীতি বৃদ্ধি করে।
যাকাত ফরজ হওয়ার শর্ত:
যাকাত ফরজ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। এগুলো হলো:
* মুসলিম হওয়া: যাকাত কেবল মুসলিমদের উপরই ফরজ।
* স্বাধীন হওয়া: যাকাত আদায়ের জন্য ব্যক্তিকে স্বাধীন হতে হবে।
* নিসাব পরিমাণ মালের মালিক হওয়া: নিসাব হলো শরীয়ত নির্ধারিত ন্যূনতম সম্পদ, যার মালিক হলে যাকাত দিতে হয়। স্বর্ণ, রুপা, নগদ অর্থ, ব্যবসার পণ্য, এবং গবাদি পশুর ক্ষেত্রে নিসাবের পরিমাণ ভিন্ন ভিন্ন।
* বছর পূর্ণ হওয়া: যাকাতের মাল নিসাব পরিমাণ হওয়ার পর এক বছর অতিবাহিত হতে হবে।
* ঋণমুক্ত হওয়া: যাকাতদাতার মৌলিক প্রয়োজন পূরণের পর ঋণমুক্ত থাকতে হবে।
যাকাত প্রদানের খাত:
কোরআনে যাকাত প্রদানের আটটি খাত উল্লেখ করা হয়েছে:
* ফকীর (দরিদ্র)
* মিসকীন (অসহায়)
* যাকাত আদায়কারী কর্মচারী
* ইসলামের প্রতি আকৃষ্ট ব্যক্তি
* দাসমুক্তি
* ঋণগ্রস্ত ব্যক্তি
* আল্লাহ্‌র পথে জিহাদকারী
* মুসাফির (পথিক)
যাকাতের তাৎপর্য:
যাকাত কেবল একটি আর্থিক লেনদেন নয়, এর আধ্যাত্মিক ও সামাজিক তাৎপর্য অনেক গভীর। এটি মানুষকে কৃপণতা ও লোভ থেকে মুক্তি দেয় এবং দানশীলতা ও সহানুভূতির শিক্ষা দেয়। যাকাত সমাজের অর্থনৈতিক বৈষম্য কমাতে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

8 metro ·Traducciones

একটা সময় ছিল, যখন যেকোনো সম্পর্কের সাথে নিজেকে আকড়ে রাখতে চাইতাম। নিজের সবটুকু দিয়ে সম্পর্কটা টিকিয়ে রাখতাম। যত্নবান ছিলাম খুব। কিন্তু দিন শেষে সেই আকড়ে ধরা সম্পর্কগুলো থেকেই সবচেয়ে বেশি দুঃ'খ পেয়েছি!

আমার জীবনেও প্রেম এসেছিল। যাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ছিলাম। নিজের সবটুকু দিয়ে তাকে আকড়ে রেখেছিলাম, খুব সোহাগে আদরে। নিজের অস্তিত্ব ভুলে তাকেই নিজের অস্তিত্ব বানিয়ে ছিলাম। যার জন্য দিনশেষে নিজেকে আর খুঁজে পাই নি। এতে করে তার চলে যাওয়াতে আমিই কষ্ট পেয়েছিলাম।

যার হাত ধরে সব কিছু ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম, সেই মানুষটাও বুঝে নি আমায়। সব কিছুর জন্য আমাকেই দোষারোপ করল। নিজেকে মানিয়ে নিতে না পারায় টিকলো না সেও শেষ পর্যন্ত!

এক সময় আমার অনেক বন্ধু ছিল। নিজের ভালোর কথা চিন্তা না করে, ওদের ভালো রাখতে ব্যস্ত ছিলাম। ওদের একটা ডাকে নিজের সবটুকু ঢেলে দিতাম। অথচ আমার বিবর্ণ সময়ে ওদের পাশে পাই নি। খেয়াল করলাম, আমিই ওদের প্রয়োজনের পাত্রই ছিলাম কেবল। প্রিয়জন আর হতে পারি নি।

একটা সময় ছিল, যখন আত্মীয় স্বজনের কাছে খুব প্রিয় ছিলাম। সবাই বলত আমার মতো ভালো আর কেউ হয়ই না নাকি। রূপে গুনে যেন মা লক্ষ্মী! কিন্তু যখন দুঃসংবাদগুলো আমায় আষ্টেপৃষ্ঠে ধরে ছিল তখন তারাই সবার প্রথমে চোখ বাকিয়ে ছিল!

বাবা মায়ের আদরের ছিলাম খুব। সব সময় মাথায় করে রাখত। অথচ যখন দেখতে পেল আমাকে দিয়ে কিচ্ছু হচ্ছে না আর তখন সেই আমিই যেন তাদের চোখের কাঁটা হয়ে দাঁড়িয়ে। এখনও মাথায় রাখে, তবে সেটা বোঝা ভেবে!

বিশ্বাসের নামে বিশ্বস্ত মানুষগুলো আমায় চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে ছিল, সবকিছু আমারই ভুল! তাই এখন আর কোনো সম্পর্কের উপর বিশ্বাসটা ঠিক রাখতে পারি না। কাঁচের মতো ভেঙে যাওয়া এই আমি এখন শুধু নিজের উপর বিশ্বাস করতে পারি। কেউ ভালো করতে চাইলে এখন আর বিশ্বাস হয় না বরং তার দিকে মুচকি হেসে “আমি ভালো আছি” বলে পাশ কাঁটিয়ে যাই।
এখন এভাবেই চলছে জীবন আমার, চলুক না!

💞💞"ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা দেখা যায় না ছোঁয়া যায় না
—কেবল হৃ'দয় দিয়ে অনুভব করা যায়-
💗🥀"

💖💖"তুমি আমার জী'বনের সেই মানুষ যার সাথে কাটানো প্রতিটা মু'হূর্ত স্ব'প্নের মতো সু'ন্দর-💗🥀"

❤️‍🩹❤️‍🩹"ভালোবাসা মানে একস'ঙ্গে থাকার প্রতি'শ্রুতি সুখে-দুঃখে হাত না ছাড়ার অ'ঙ্গীকার-💗🥀"

💑 💑"তোমার একটি হাসি আমার দিনের সব ক্লা'ন্তি দূর করে দেয়-💗🥀"

🌙🌙"তুমি আমার আকাশের চাঁ'দ আমার জী'বনের আলো আমার হৃ'দয়ের স্প'ন্দন-💗🥀"

💝💝"ভালোবাসা কখনো দূ'রত্ব বোঝে না, শুধু বোঝে হৃ'দয়ের টান-💗🥀"

🥰🥰"তোমার ভালোবাসার ছোঁয়ায় আমার পৃ'থিবী বদলে যায় যেন এক নতুন সকাল জ'ন্ম নেয়-💗🥀"

❤️❤️"ভালোবাসা হলো দুটি আ'ত্মার একত্রে পথচলা যেখানে একে অপরের সুখই সবচেয়ে বড় আনন্দ-💗🥀"

🖤🖤"বেঁ'চে থাকুক পৃ'থিবীর সকল ভালোবাসা!

36 metro ·Traducciones

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন।
এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

1 h ·Traducciones

আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
1 h ·Traducciones

যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.