14 i ·Översätt

ভালো হইছে তুমি চইলা গেছো থাইকা গেলে মেলা ক্ষয় ক্ষতি হইত। ঘন্টায় ঘন্টায় ফোন কইরা কি করো কেমন আছো সারাদিন এইসব খোঁজখবর নিয়ে বাড়াবাড়ি রকম মায়া দেখাইতে হইত দুই বেলা ভাতের জায়গায় আমার এক বেলা কম খাইলেও চলতো তোমার সাথে এক বেলা কথা কম হইলে আমার চলতো না মনের ভিতর খসখস করত অস্থির অস্থির লাগতো ভালো হইছে তুমি চইলা গেছো থাইকা গেলে আমি কোনদিন একলা বাচা শিখতাম না জ্বর হইলে প্যারাসিটামলের বদলে খুঁজতে হয়তো তোমার হাত। নিজেরে কাছে নিজেরে মনে হয়তো ডানা ভাঙ্গা আহত খোলা আসমান পাইতাম ঠিকই কিন্তু উড়তে পারতাম না তার চাইতে ভালই হইছে তুমি চইলা গেছো।তুমি থাইকা গেলে পিরিত কইমা যাইত বছর পর বছর এক পাতিলে এক বাটিতে পাক খাইয়া যাইতে যাইতে অরুচিবার তো তিক্ততা চইলা আসতো তুমিও তো এক বেলা ঝগড়া হইলে পরের বেলা ভাবটা ভুল মানুষের লগে থাইকা গেলাম না তো? মনেমনে মনে ঘৃণার পাহাড় বানাইয়া ভিতরে ভিতরে ছটফট কইরা মরতা কিন্তু কাউরে কইতে পারতা না খারাপ লাগতো পালাইতে চাইছো কিন্তু পারতা না। সব চইলা যাওয়ার মাঝে যেমন প্রস্তান নাই তেমনি সব পাইয়া যাওয়ার মাঝেও অর্জন নাই তুমি থাইকা গেলে তোমার পাওয়ার মতো স্বল্প আনন্দ পাইতাম ঠিকই কিন্তু তোমারে না পাওয়ার মতন এই দীর্ঘ বেদনার আনন্দ কোন কালেই পাইতাম না ভালো হইছে তুমি চইলা গেছো। তার থেইকা ভালোই হয়েছে তুমি চইলা গেছো থাইকা গেলে ভালোবাসা কইমা হইয়া যাইতো তিন বেলা ভাতের জায়গায় এক বেলা কম হইলে ও আমার চলত কিন্ত একবেলা ভালবাসা কম হইলে আমার কোন কালেই চলতো না 🌸❤️‍🩹 #robiul56

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

7 timmar ·Översätt

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

7 timmar ·Översätt

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

7 timmar ·Översätt

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

7 timmar ·Översätt

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।