14 i ·Oversætte
(সংকেত: ভূমিকা; ফরমালিন কী; ফরমালিনের ব্যবহার; ফরমালিনের আবিষ্কার; ফরমালিনের উপকারিতা; খাদ্যদ্রব্যে ফরমালিন; ফরমালিনের ক্ষতিকর প্রভাব; খাদ্য ফরমালিনমুক্ত করার উপায়; খাদ্যে ফরমালিন বন্ধে করণীয়; উপসংহার।)



ভূমিকা:

বিজ্ঞান ও প্রযুক্তিগত অগ্রযাত্রা নিঃসন্দেহে মানব সভ্যতার সর্বোৎকৃষ্ট আর্শীবাদ। বিজ্ঞানের সব আবিষ্কারের পেছনে রয়েছে কল্যাণমুখী উদ্দেশ্য। মানুষের জীবনকে গতিময় করার জন্য বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় সৃষ্টি হচ্ছে একের পর এক রাসায়নিক উপাদান। যার মধ্যে ফরমালিন অন্যতম। ফরমালিন তৈরির উদ্দেশ্য ইতিবাচক হলেও বর্তমানে তা ব্যবহার করা হচ্ছে নেতিবাচক কর্মকান্ডে বর্তমান বাজারে ফরমালিনের বিষাক্ত ছায়ায় ঢাকা পড়েছে মানুষের জীবন ধারনের অপরিহার্য সকল খাদ্যদ্রব্য। ফলে জনমনে বিরাজ করছে এক অশুভ আতঙ্ক

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

8 timer ·Oversætte

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

8 timer ·Oversætte

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

8 timer ·Oversætte

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।

8 timer ·Oversætte

লজ্জাপতি গাছের মূল শুকিয়ে গুঁড়ো করে নিয়মিত সেবন করলে রক্ত পরিষ্কার হয় এবং শরীরের ভেতরের বিষাক্ত উপাদান দূর হয়। এটি যকৃত পরিষ্কার করতেও সাহায্য করে। এছাড়া, লজ্জাপতির পাতার রস আমাশয়, পাতলা পায়খানা ও পেটের পীড়ায় খুবই কার্যকর। দিনে দুইবার এক চামচ পাতার রস খেলে উপকার পাওয়া যায়।