ফরমালিন মিশ্রিত খাদ্য গ্রহণ মানুষের শরীরে মারাত্মক ক্ষতিকর প্রভাব বিস্তার করে। নিম্নে ফরমালিনে ক্ষতিকর দিকগুলো বর্ণিত হলো-
চোখের রেটিনার কোষ ধ্বংস করে।
পেটের পীড়া, হাঁচি, কাশি, শ্বাসকষ্ট, বদহজম, ডায়রিয়া, আলসার, চর্মরোগসহ বিভিন্ন রোগের সংক্রমণ হতে পারে।
লিভার, কিডনী, হার্ট ও মস্তিষ্কের উপর ধ্বংসাত্মক প্রভাব পড়ে।
স্মৃতিশক্তি হ্রাস পেতে পারে।
পাকস্থলী, ফুসফুস ও শ্বাসনালীতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে।
ফরমিক এসিড রক্তে এসিডিটি বৃদ্ধি করে। ফলে শ্বাস-প্রশ্বাস অস্বাভাবিক হতে থাকে।
সন্তান প্রসবের সময় জটিলতা ও বাচ্চার জন্মগত ত্রুটি দেখা দিতে পারে।
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাধাগ্রস্থ হয়।
মানুষকে অনিবার্য মৃত্যুর মুখে ঠেলে দেয়।
rifat12345
מחק תגובה
האם אתה בטוח שברצונך למחוק את התגובה הזו?
rifat12345
מחק תגובה
האם אתה בטוח שברצונך למחוק את התגובה הזו?