ফরমালিনের ব্যবহার:
আবিষ্কারের পর থেকে ফরমালিনের ব্যবহার ব্যাপকহারে বৃদ্ধি পায়। বহুমুখী ব্যবহারযোগ্যতার জন্য ফরমালিনের চাহিদা বাড়তে থাকে খুব দ্রুততার সাথে। তবে ফরমালিনের মূল ব্যবহার হচ্ছে কোনো পঁচনশীল দ্রব্যকে সংরক্ষণ করার কাজে। ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য ফরমাল ডিহাইডের ব্যবহার খুবই ফলদায়ক। চিকিৎসাবিদ্যার বিভিন্ন কাজে ফরমাল ডিহাইডের ব্যবহার বিদ্যমান। তাছাড়া টেক্সটাইল, প্লাস্টিক, পেপার, রং, কনস্ট্রাকশন ও মৃতদেহ সংরক্ষণে ফরমালিনের ব্যবহার হয়ে থাকে। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী ঔষধে ব্যাকটেরিয়া নিধনকারী হিসেবে ফরমালিন ব্যবহার করা হয়। ঔষধ উৎপাদনের সময় কাঙ্ক্ষিত ভাইরাসের আক্রমন এড়ানোর জন্য অনেক সময় ফরমালিন ব্যবহার করা হয়। কৃত্রিম উপায়ে কোষ ও টিস্যু সংরক্ষণ করার ক্ষেত্রে ফরমাল ডিহাইডের ব্যবহার ব্যাপক প্রচলিত। বিভিন্ন ড্রাগ ও এলকোহলের মাত্রা পরীক্ষা করার কাজে সালফিউরিক এসিডের সাথে ফরমাল ডিহাইডের দ্রবন ব্যবহত হয়। সর্বোপরি, ফরমাল ডিহাইড বৈজ্ঞানিকভাবে ব্যবহৃত অন্যতম রাসায়নিক উপাদান।

Emontalukdar2
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Riedoy77
Delete Comment
Are you sure that you want to delete this comment ?