ফরমালিন কী:
রাসায়নিক পদার্থ ফরমাল ডিহাইডের পলিমারকে ফরমালিন বলা হয় থাকে, যার রাসায়নিক সংকেত হচ্ছে CH_{2}O। ফরমাল ডিহাইডের ৩০-৪০ শতাংশ জলীয় দ্রবনকে ফরমালিন হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। ফরমাল ডিহাইড সাধারণত দুই ধরনের হয়ে থাকে। প্রথমটি বর্ণহীন গ্যাস এবং অপরটি দেখতে সাদা পাউডারের মতো। উভয় প্রকার ফরমাল ডিহাইড-ই পানিতে সহজেই দ্রবীভূত হয়ে যায় বলে আপাতদৃষ্টিতে তা বোঝা যায় না। তবে যথাযথ পরীক্ষার মাধ্যমে যেকোনো দ্রব্যে ফরমালিন বা ফরমাল ডিহাইডের উপস্থিতি সনাক্ত করা যায়। ফরমাল ডিহাইড একটি অর্গানিক যৌগিক পদার্থ যার মধ্যে মিথানল ও ফরমিক এসিডের সমন্বয় পাওয়া যায়। ফরমালিন সংশ্লিষ্ট সব উপাদানই মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।

Riedoy77
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟