চিঠি
কেমন আছো তুমি বড় জানতে ইচ্ছে করে জানি, তুমি নিশ্চই আছো বালো আমিও ভালো আছি, ঠিক তোমারই মত কেমন দেখতে হয়েছো তুমি? খুব দেখতে ইচ্ছে হয় তোমায় জানি এখন কালো চুলে রূপোলি ছোঁয়া লেগেছে তোমার আমারো ওই, একি অবস্থা ঠিক তোমারি মত। আজো কি ভাবো তুমি আমার কতা সেই আগের মত? আজো শুনতে চায় মন। জানি তুমি ভাবো যখন একলা থাকো ঘরে আমিও যে ভাবি ঠিক তোমারি মত করে আচ্ছা এখনো কি তুমি থাকো সেই ১ নং মুচি পাড়া লেনের ওই ছোট্টো ঘরে?
যেখানে অনেক স্বপ্ন আঁকা ছিলো, জানি, জানি আজ তুমি থাকো দু কামরার এক আধুনিক ফ্লাটে আমিও তাই, তফাত শুধু একটাই তোমার ঠিকানায় তোমার নাম, আর আমার ঠিকানায়?
tamimahmod123
댓글 삭제
이 댓글을 삭제하시겠습니까?